বলিউড অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আলোচনা জল্পনা কল্পনার শেষ নেই। বলিউডের অভিনেতা থেকে অভিনেত্রী সকলেরই অন স্ক্রীন থেকে শুরু করে অফ স্ক্রীন জীবন কাহিনী জানার জন্য উৎসুক থাকেন অনেকেই। অনেকেই আবার জীবনের রোল মডেল হিসাবে বলিউডের অভিনেতাদের বেছে নেন। কিন্তু বলিউডের সেলিব্রিটিরাও তো মাঝে মধ্যে ভুল ককাজ করে ফেলে। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে বলিউডের বিখ্যাত অভিনেতাদের নিজের ভুলের কারণে জেলে পর্যন্ত যেতে হয়েছে।
এবার বলিউডের সেই সমত অভিনেতাদের তালিকা তুলে ধরব যারা নিজের ভুলের কারণে জেল পর্যন্ত খেটেছেন। আসুন দেখে নেওয়া যাক সেই সমত অভিনেতাদেরকে :
১. আদিত্য পাঞ্চোলি (Aditya Pancholi) :
বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলি। ২০০৫ সালে অভিনেতা নিজের হাউসিং কমপ্লেক্সে প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। যার জেরে মুম্বাইয়ের আন্ধেরি আদালতের ম্যাজিস্ট্রেট অভিনেতাকে ১ বছরের জেল ও সাথে ২০ হাজার টাকা জরিমানা করেছিল। যদিও অভিনেতার আইনজীবীরা তৎক্ষনাত জামিনের জন্য দৌড়ে যান শেষমেশ ১২০০০ তাকে জামিন হয় অভিনেতার।
২. শাইনী আহুজা (Shiney Ahuja ) :
বলিউডের অভিনেতা শাইনী আহুজাকে অনেকেই চেনেন। ‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে অভিনয়ের জেরে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। এছাড়াও ‘গ্যাংস্টার’ ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছিলেন এই অভিনেতা। অভিনেতাকে ফাস্ট ট্র্যাক আদালত দোষী প্রমাণিত হওয়ায় ৭ বছর জেলের সাজা হয়েছিল।
৩. ফারদিন খান (Fardeen Khan) :
অভিনেতা ফারদিন খান, ‘নো এন্ট্রি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ , ‘ফিদা’, ‘হেই বেবি’, ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। নিজের অভিনয়ের কারণে জনপ্রিয়তাও পেয়েছিলেন প্রচুর তবে বর্তমানে অভিনয় জগতের বাইরেই রয়েছেন অভিনেতা। ২০০১ সালে অভিনেতা মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হন ও কোর্ট তাকে জেলে পাঠানোর রায় দেয়।
৪. সুনীল শেট্টি (Sunil Shetty) :
বলিউডের অভিনেতা সুনীল শেট্টি, কমেডি ছবি ‘হেরাফেরিতে’ তার অভিনয় দর্শকদের আজও মনে আছে। কিন্তু এই বলিউড অভিনেতা নাকি একসময় ১০ লক্ষ টাকার একটি চেক বাউন্স করেছিলেন। যার ফলে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। যদিও পরে অভিনেতা জামিন পেয়ে গিয়েছিলেন।
৫. জন আব্রাহাম (John Abraham) :
বলিউড অভিনেতা জন আব্রাহামকে সকলেই চেনে। ২০০৬ সালে অভিনেতা হায়াবুসা বাইক চালানোর সময় একটি সাইকেলে ধাক্কা মারেন ও ২ জন পথচারীকে আহত করেছিলেন। যার ফলে তাকে ১৫ দিনের জন্য জেলে থাকতে হয়ে ছিল।
৬. সঞ্জয় দত্ত (Sanjay Dutta) :
বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে সকলেই বেশ ভালো ভাবে চেনেন। মুম্বাইতে পরপর বিস্ফোরণের সময় ১৯৯১ থেকে ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিনেতাকে ৫ বছরের কারাবাস দেওয়া হয়। ২০১৬ এর ফেব্রুয়ারী মাসে তিনি জেল থেকে ছাড়া পান।
৭. সাইফ আলী খান (Saif Ali Khan) :
বিশ্বাস না হলেও ইটা সত্যি যে ব্যলিউড অভিনেতা সাইফ আলী খানকেও জেলে যেতে হয়েছিল। যেমনটা জানা যায় তিনি কোলাবাতে তাজ হোটেলের ওয়াসাবি রেস্টুরেন্টে মিস্টার শর্মা নামের এক ব্যক্তির নাক ভেঙে দেন ঝামেলা করতে করতে। যার ফলে তাকে ১ দিনের জন্য জেলে যেতে হয়েছিল।
৮. অক্ষয় কুমার (Akshay Kumar) :
বলিউডের রাউডি রাঠোর অক্ষয় কুমার। একদা একটি ফ্যাশন শোতে গিয়ে তার স্ত্রী টুইংকেল খান্নার কাছে নিজের জিন্সের প্যান্টের চেন খুলে দেবার দাবি করেন। প্রকাশ্যে জনবহুল জায়গায় এই ধরণের অশ্লীলতার জন্য অভিনেতার বিরুদ্ধে মামলা হয়। যার ফলে অক্ষয় কুমারকেও জেলের হাওয়া খেতে হয়েছিল।
৯. সালমান খান (Salman Khan) :
বলিউডের ভাইজান সালমান খান। বলিউডের টপ অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। অভিনেতা একটি নয় দুটি গুরুতর অপরাধের জড়িত থাকায় তাকে জেলে যেতে হয়েছিল। রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা একটি কালো হরিণ হত্যা করেন। এছাড়াও একটি হিট এন্ড রান কেস রয়েছে অভিনেতার বিরুদ্ধে।