অনেকেরই প্রতিভা থাকা সত্ত্বেও আসল মর্যাদাটাই পায়না। অনেকে পয়সার অভাবে হয়ত কোনোদিনই পূরণ করতে পারেনা তাদের শখ। এভাবেই দারিদ্র অনটনে হারিয়ে যায় অনেকের প্রতিভা। কিন্তু এবার এই দারিদ্রকেও হার মানালো এক অভাবী যুবক যুবতীর ইচ্ছা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই কত ভিডিও ভাইরাল হয় নেট মহলে। একেকটা কান্ড দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেক জনের প্রতিভা দেখে আবার তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। ইন্টারনেটের সুবিধা এই যে কত অজানা ঘটনা নিমেষে চোখে পড়ে আমাদের। নইলে কত প্রতিভাই হয়ত চোখ এড়িয়ে যেত আমাদের। যেমন এই ভাইবোন।
ভিডিওতে দেখা যাচ্ছে, খুব সাধারণ সাজ পোশাকে দুই ভাইবোন প্রাণ খুলে নাচছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে দিন কয়েক আগেই সামনে এসেছিল ঝাড়খন্ডের ধানবাদে বাসিন্দা সনাতনের সুপ্ত প্রতিভা ।তার বোনের সাথে হিন্দি গানে নাচের প্রশংসা পঞ্চমুখ নেটবাসী। কোনোও প্রশিক্ষণ, পোশাকের চাকচিক্য ছাড়াই তাদের নাচ টেক্কা দিতে পারে যেকোনোও বলি-তারকাদের।
তাই এই আশ্চর্য প্রতিভা দেখা মাত্রই নিমেষে তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর মুহূর্তে বাড়তে থাকে লাইক কমেন্ট ভিউ। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন নেটবাসী।
https://youtu.be/BcT73R-3__s