পুনর্জন্ম বলেও যে কিছু হয় তা ফের প্রমাণ করে দেখালো এক পর্বতারোহী। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে হারিয়ে গিয়েছিলেন এক পর্বতারোহী। কিছুদিন নিখোঁজ থাকার পর তাকে জরুরি ভিত্তিতে উদ্ধার করে নিয়ে আসে মেডিকেল টিম।
কিন্তু তাকে উদ্ধার করার পর সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন আর বেঁচে নেই তিনি। ৪৫ মিনিট বন্ধ ছিল তার হার্ট, বন্ধ হয়ে গিয়েছিল হৃদস্পন্দন। তারপর হঠাৎই হয় মীরাক্কেল। মেডিকেল টিমের তৎপরতায় যেন পুনর্জন্ম নেয় ওই ব্যক্তি।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, উডিনভিলের ৪৫ বছরের মাইকেল ন্যাপিনস্কিকে গত রবিবার পাহাড় থেকে উদ্ধার করে মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে নিয়ে আসার পর প্রথম ৪৫ মিনিট তার কোনোও অর্গান কাজ করছিল না। সেই অবস্থায় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তার চিকিৎসক ডাঃ জেনেল জানান, “হাসপাতালে পৌঁছানোর পর তাঁর পালস পাওয়া যায়, কিন্তু পরক্ষনেই বন্ধ হয়ে যায়। তিনি ইআরে থাকাকালীন মারা গিয়েছিলেন” তারপর অসংখ্য পরীক্ষানিরীক্ষা, চেষ্টাচরিত্রের পর অবশেষে ৪৫ মিনিট পর ফিরে আসে তার জীবন। এবং পুনর্জন্ম লাভ করে এখন সে সম্পূর্ণ সুস্থ বলেই খবর।