ভাইদুজ উপলক্ষে অনেক বলিউড সেলিব্রিটিই তাদের ভাইকে বা দাদাকে ফোটা দেওয়ার বিশেষ মুহূর্তের ঝলক শেয়ার করেছেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই আবহেই তুমুল ভাইরাল শিল্পা শেট্টির পুত্র ও কন্যার ভাইদুজের ভিডিও। শিল্পা এদিন একটি ভিডিও শেয়ার করে লেখেন, তার পুত্র ভিয়ানের অনেকদিনের স্বপ্ন ছিল তার একটি ছোট্ট বোন থাকবে। এবার সেই স্বপ্ন হল পূরণ। ভাইফোঁটার পূর্ন তিথিতে শিল্পা পুত্র ভিয়ানকে ফোঁটা দিয়েছে তার ছোট্ট বোন সামিশা।
এই বছর ফেব্রুয়ারিতেই শিল্পার কোল আলো করে জন্ম নিয়েছে ছোট্ট সামিশা। তাই হিসেব মত শিল্পা পুত্রের এটিই প্রথম ভাইদুজ। ছোট্ট সামিশার হাত থেকে ফোটা পেয়ে তাই বেজায় খুশি ভিয়ান।
অভিনেত্রী তার টুইটার হ্যান্ডেলে একটি সুন্দর ও মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট সামিশাকে নিজের কোলে নিয়ে অভিনেত্রী ভিয়ানের কাছে নিয়ে যাচ্ছেন। হাতে তার সাজানো ডালা। এবং ভিয়ানও তার বোনের ফোটা পেয়ে খুব হাসছে। তিনি ভিডিওটির ক্যাপশন লিখেছেন, “আমার হৃদয়ের ২ টি অংশ ভিয়ান-রাজ ও সামিশা তাদের প্রথম ভাইদুজ উদযাপন করছে। ছোট্ট বোনের স্বপ্ন ছিল ভিয়ানের আজ তা পূর্ণ হয়েছে।
The 2 parts of our hearts ♥️❤️
Viaan-Raj & Samisha celebrating their first #BhaiDooj???? Hearts full of gratitude because my little boy’s dream for a li’l sister has come true. His happiness today is so evident in his radiant smile????✨
Thank you, Universe????❤️????
@TheRajKundra pic.twitter.com/cPkCeuCRDK— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) November 16, 2020