• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাজারে এল Nokia এর নতুন দুটি কি-প্যাড ফোন, থাকছে 4G সাপোর্ট

Published on:

HMD Global অর্থাৎ Nokia এবার হাজির হল আরো দুটি নতুন কি-প্যাড ফোন নিয়ে। ক্লাসিক মডেলের ফোনগুলিতে থাকবে কিছু মডার্ন সুবিধা। ক্লাসিক মডেলের ওপর ভিত্তি করে বানানো হয়েছে এই ফোন দুটি। ফোন গুলিতে থাকবে 4G সাপোর্ট। খুব শীঘ্রই ফোনগুলি ভারতের বাজারে আসতে চলেছে। আসুন ফোনগুলি ও তাদের ফিচার সন্মন্ধে জেনে নেওয়া যাক।

Nokia মোট দুটি ফোন লঞ্চ করেছে একটি হল Nokia 6300 4G এবং অন্যটি হল Nokia 8000  4G। ফোনগুলিতে থাকছে KaiOs অপারেটিং সফটওয়্যার। সাথে থাকছে গুগল অ্যাসিট্যান্ট সাপোর্ট৷ দামও থাকছে সাধ্যের মধ্যেই। ফোনগুলি ঠিক কবে থাকে বাজারে পাওয়া যাবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি কোম্পানির তরফ থেকে।

Nokia 8000 4G

Nokia 8000 4G এই ফোনটিতে ২.৮ ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর ও ৫১২ এম্বি র‌্যাম আছে। সাথে থাকছে ৪ জিবি এর ইন্টারনাল স্টোরেজ,ব্যাটারি হচ্ছে ১৫০০ এমএইচ। ফোনের প্রাইমারি ক্যামেরা হিসাবে একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। KaiOs অপারেটিং সিস্টেম হবার দরুন ফোনটিতে হোয়াটস্যাপ,ফেইসবুক, ইউটিউব, জিমেলের সাথে ওয়াই-ফাই হটস্পট সাপোর্ট থাকছে। ফোনটির দাম রাখা হয়েছে ৭৯ইউরো (ভারতীয় মুদ্রায় ৬৯০০ টাকা)।

Nokia 6300 4G

Nokia 6300 4G এই ফোনটিতে ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে। সাথে Nokia 8000 4G এর মতোই সমস্ত ফিচার রয়েছে। তবে এই ফোনটিতে ক্যামেরা হিসাবে রয়েছে VGA ক্যামেরা। যা বর্তমানে ছবি তোলার জন্য অনেকটাই বেমানান। তবে মোটামুটি ছবি তোলার জন্য এটি ব্যবহার করা যেতেই পারে। এককালে NOKIA এর এই VGA ক্যামেরারই দিওনা ছিল টেকপ্রেমীরা। এই ফোনটির দাম করা হয়েছে ৪৯ইউরো (ভারতীয় মুদ্রায় ৪৩০০ টাকা)।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥