• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেটপাড়া দাপিয়ে বেড়াচ্ছে মিঠুন কন্যা দিশানী! ঝড়ের গতিতে ভাইরাল ছবি

বাংলার ডিস্কোডান্সার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মেয়ে দিশানী চক্রবর্তী (Dishani Chakraborty)। সম্প্রতি মিঠুন কন্যাকে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসতে দেখা যাচ্ছে।দিশানী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দিশানীর কিছু ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।

   

দিশানী চক্রবর্তী দেখতে তো সুন্দরী বটেই। তবে, সুন্দরী হবার পাশাপাশি দিশানীর স্টাইল সেন্স দারুন। দিশানীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলে তা নিশ্চিত হওয়া যায়। ইতিমধ্যেই দিশানীর ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ৭৪ হাজারেরও বেশি।

জানা যাচ্ছে, বাবা ও দাদার মত দিশানীও অভিনয় জগতে প্রবেশ করতে চান। পরিবারের বাকিদের মত নিজেরও আলাদা একটা পরিচিতি গড়ে তুলতে চান। বলিউডের ভাইজান সালমান খানের ফ্যান দিশানী। সালমান খানের ছবি দেখতে দিশানীর খুব ভালো লাগে।

দিশানী অভিনয় জগতে পা রাখার জন্য নিজেকে একেবারে প্রস্তুত করে নিতে চান। বর্তমানে নিউয়র্কের ফিল্ম অ্যাকডেমিতে অভিনয় শিখছেন দিশানী। অভিনয়ের কোর্স শেষ হলেই অভিনয় জগতে পা রাখবেন হয়তো। সম্ভবত বলিউডের নতুন নায়িকা হিসাবেই দেখা যেতে পারে দেশনিকে।

site