ইন্টারনেটের যুগে প্রতিনিয়ত অনেক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে। ভাইরাল এই ভিডিওগুলির মধ্যে কিছু হয় হাসি মজার ভিডিও, যা দেখে আপনি হাসতে বাধ্য। আবার ভয়ংকর সব মাথা গুড়িয়ে দেবার মত ভিডিও থাকে সেই ভিডিওগুলির মধ্যে।
সম্প্রতি এক মায়ের তার সন্তানকে বাঁচানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে একটি ছোট্ট বাঁদরছানা পরে গিয়েছে কুয়াতে। ছোট্ট বানর ছানাটি জলে পরে গিয়ে ওঠার জন্য ছটফট করছে দেখা যাচ্ছে ভিডিওতে। ছোট্ট বানরটিকে তোলার জন্য ব্যাকুল হয়ে পড়েছে আরেকটি বানর।
প্রথমে বানরটি নিচু হয়ে হাত বাড়িয়ে তার ছানাকে তোলার চেষ্টা করতে থাকে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। বেশ কিছুক্ষণ এই ভাবে চলার পর বানরের মাথায় বুদ্ধি আসে। ঠিক যেভাবে তারা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যাতায়াত করার জন্য লেজের ব্যবহার করে। বা ঝুলে থাকার জন্য লেজের ব্যবহার করে। তেমনি নিজের লেজ ও একটি পা কে কুয়ার পাঁচিলে আঁকড়ে ধরে যতটা সম্ভব নিচু হয়ে বানরছানাটিকে তোলার চেষ্টা করে মা বানর।
ব্যাস! এতেই কেল্লাফতে, ছোট্ট বানরছানাকে তুলে আন্তে সফল হয় অন্য বানরটি। বানরের এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন কোনো একজন। তারপর তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর একে অপরকেবাঁচানোর জন্য বানরের বুদ্ধি দেখে উচ্ছসিত নেটিজেনরা। নিমেষেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।