• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিমির ঠোঁটে ঠোঁট রেখে পুরো হট কিস, প্রেম জমে ক্ষীর, বাজিমাত করছে জিত

টলিউডের ড্যাশিং হিরো জিত (Jeet Ganguly)। শেষ দেখা গিয়েছিল অসুর ছবিতে, সেখানে প্রথাগত চরিত্রের বাইরে অন্যরকম কিছু করতে চেয়েছিলেন। কিন্তু আবারও হিরোগিরির ট্র্যাকে ফিরে এলেন অভিনেতা জিত। বৃহস্পতিবারই জিতের আগামী নতুন ছবির টিজার লঞ্চ করেছে। জিত ও মিমির (Mimi Chakraborty) জুটিতে মাত্র ১ মিনিটের সেই টিজারেই মুগ্ধ দর্শকেরা। অ্যাকশন থেকে শুরু করে রোমান্স সবই আছে ছবিতে। সাথে রয়েছে জিতের বস মার্ক পাঁচ লাইন। সবমিলিয়ে একটা দুর্দান্ত ছবি উপহার পেতে চলেছে দর্শকেরা সেটা স্পষ্ট।

নতুন ছবিটির নাম ‘বাজি’। ছবিটি অংশুমান প্রত্যুষের পরিচালনায় তৈরী, সাথে রয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের গান। টিজারের সাথে ছবির একটি গান ‘আয় না কাছে রে’ এর ছোট্ট অংশ দেখা গিয়েছে টিজারে। আসলে ছবিটি মুক্তি পাবার কথা ছিল অনেক আগেই। চলতি বছরে ঈদের সময়েই ঠিক করা হয়েছিল মুক্তির দিনক্ষণ। কিন্তু মহামারী করোনার ঠেলায় সমস্ত কিছু বদলে যায়। দেশে মার্চে লকডাউ ঘোষণার সময় ছবির শুটিংয়ের কাজ চলছিল লন্ডনে। সে সব ফেলে দেশে ফিরতে হয় অভিনেতা অভিনেত্রী সহ ছবির গোটা টিমকে। তারপর বন্ধ ছিল ছবির কাজ। শেষে সেপ্টেম্বরে অনুমতি মিলতে শুটিংয়ের কাজ শেষ করা হয়ে গেছে। এবার শুধু পর্দায় আসার অপেক্ষা।

   

যেমনটা জানা যাচ্ছে, ছবির কাহিনী হবে কিছুটা এরখম – মরণাপন্ন বাবাকে বাঁচাতে হলে একটি মিশন পূরণ করতে হবে জিতকে। যার জন্য  সময় থাকবে মাত্র ৩০ দিন। আর এই ৩০ দিনের কাহিনী নিয়েই এই ছবি, যাতে রয়েছে ভরপুর অ্যাকশন থেকে শুরু করে রোমান্স। তবে, ছবির আকর্ষণীয় বিষয় হল এই ছবিতে প্রথমবার জিত-মিমি জুটিকে একত্রে দেখা যাবে বড়পর্দায়।

 

site