প্রায় ৭ মাস পরে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন (Local Train)। বহু মানুষ ট্রেন চলার অপেক্ষায় ছিলেন, তাদের মুখে হাসি ফুটেছে রাজ্যের এই সিদ্ধান্তে। তবে লোকাল ট্রেন চালু হলেও ভিড় কিভাবে নিয়ন্ত্রণ হবে, সাথে সামাজিক দূরত্ব বিধি কিভাবে পালন হবে তা নিয়ে চিন্তা ছিলই। ৪৬ শতাংশ লোকাল ট্রেন নিয়ে শুরু হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা বুধবার। প্রথম দিনের ভিড়ের দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে রেল থেকে প্রশাসনিক কর্তাদের।
লোকাল ট্রেনে ঠাসাঠাসি করে আসছেন মানুষ। নেই কোনো সামাজিক দূরত্ব। সংবাদ মাধ্যমগুলোতে সেই খবর সম্প্রচারিত হতে থাকে বার বার। এরপর মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন রেল-রাজ্য বৈঠকের। বিষয় এই এত পরিমান ভিড় সামাল দেবার জন্য ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজ্যের সাথে রেল কর্তারা বৈঠকে বসেন আজ বৃহস্পতিবার। এদিন বৈঠকের সিদ্ধান্তে রাজ্যবাসীদের জন্য মিলল সুখবর। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্তকে কার্যকর করা হচ্ছে।
দিনের ব্যস্ততম সময়গুলিতে ১০০ % ট্রেনই চলবে হাওড়া-শিয়ালদাহ শাখায়। এই খবরে বেশ খানিকটা স্বস্তি পেলেন নিত্যযাত্রীরা। আসলে হাওড়া-শিয়ালদাহ শাখায় স্বাভাবিক সময়ে প্রায় ১৫০০ এর কাছাকাছি ট্রেন চলাচল করে প্রতিদিন। সেখানে প্রথমে ঠিক করা হয় যে মাত্র ৬৯৫ টি ট্রেন চালানো হবে। হাওড়া-শিয়ালদাহ শাখা এমনিতেই যা ব্যস্ত সেখানে ১৫০০ ট্রেন চলাকালীনই ভিড় থাকতো চোখে পড়ার মত। সেখানে ৬৯৫ প্রায় অর্ধেকেরও কম সংখ্যক ট্রেন চালানো হলে যাত্রী সংখ্যা ও ভিড় যে বাড়বে সেটা স্বাভাবিক।