• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শোকের ছায়া বলিউডে! পোষ্যের গলার দড়ি দিয়ে আত্মঘাতী হলেন অভিনেতা আসিফ বাসরা

বলিউডে আবারো ঘটল অঘটন! এবার আত্মহত্যার পথ বেঁচে নিলেন বলিউড অভিনেতা আসিফ বাসরা (Asif Basra)। আচমকা এমন এক খবরে চমকে উঠেছে বলিউড সহ গোটা দেশ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই গোটা দেশ স্তম্ভিত। এবার আরো এক উচ্চমানের অভিনেতার আকস্মিক আত্মহত্যায় ফের চমকে উঠলে দেশ।

২০০২ সালে প্রথম পা রেখেছিলেন অভিনয়ের জগতে। ‘ওয়ান্স আপও এ টাইম ইন মুম্বাই’, ‘নক আউট’, ‘ক্রিস- ৩’, ‘ডর, ‘এট্যাকস অফ ২৬/১১’ ইত্যাদি ছবিতে অভিনয়  করেছেন অভিনেতা। নিজের অভিনয় দিয়ে দর্শকদের বার বার মুগ্ধ করেছেন অভিনেতা। অভিনেতা আসিফ বাসরা সুশান্ত সিং রাজপুতের প্রথম ছবি ‘কাই পো চে’ ছবিতেও অভিনয় করেছিলেন।

   

যেমনটা জানা যাচ্ছে হিমাচল প্রদেশের নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন অভিনেতা। বাড়িতেই রয়েছে ধর্মশালা, সেখানেই জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পুলিশের এই আত্মহত্যার তদন্ত শুরু করেছে।  যেমনটা প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অভিনেতা বিয়ে করেননি। তবে বিগত ৪-৫ বছর ধরে বিদেশী এক মহিলার সাথে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই নিজের বাড়ি তথা ধর্মশালাতে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার নিজের পোষ্যকে নিয়ে ঘুরতেও বেরিয়েছিলেন স্বাভাবিকভাবেই। ফিরে এসে পোষ্যের গলার দড়ি দিয়েই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা।

অভিনেতা বলিউড ছাড়াও বর্তমানে কিছু ওয়েবসিরিজেও অভিনয় করেছেন। সম্প্রতি তাকে ‘পাতাললোক’ ও ‘হোস্টেজ’ ওয়েবসিরিজে দেখা গিয়েছিল। তবে পুলিশের প্রাথমিক তদন্তে আরো একটি তথ্য সামনে এসেছে, সেটি হল মানসিক অবসাদের শিকার ছিলেন অভিনেতা। সেই থেকেই হয়তো আত্মহায়তার পথ বেছে নিলেন ৫৩ বছরের আসিফ বাসরা।

site