• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইচ্ছে মত বাড়িয়ে নিতে পারবেন স্ক্রিন, এবার রোলেবল ডিসপ্লের স্মার্ট ফোন আন্তে চলেছে LG

Published on:

ইলেক্ট্রনিক্স প্রযুক্তির দুনিয়ায় পুরোনো বিশ্বস্ত নাম LG। সম্প্রতি LG তাদের অত্যাধুনিক রোলেবল OLED টিভি লঞ্চ করেছে। যা বিশ্বের প্রথম রোলেবল টিভি। এই আবিষ্কারের ফলে গোটা বিশ্বের টেক কোম্পানিদের মধ্যে  শোরগোল পরে গেছে। কারণ টিভির দুনিয়াতে নতুন  এই টেকনোলজি দারুন জনপ্রিয় হতে পারে। এবার নিজেদের স্মার্টফোনেও এই রোলেবল ডিসপ্লে আনার কথা  ভাবছে LG। সংবাদ মাধ্যম TH Electrical এর মতে আগামী মার্চেই লঞ্চ হতে পারে রোলেবল ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোন।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও উদ্ভাবনী সমস্ত আবিষ্কার ও টেকনোলজির জন্য LG এর বেশ নাম আছে। এই যেমন ধরুন LG Wing এর মাধ্যমে রীতিমত চমকে দিয়েছিল LG। LG এর Explorer প্রজেক্টের তৈরী প্রথম স্মার্টফোন ছিল এটি, যাতে ছিল ডুয়াল স্ক্রিন। এবার সি প্রজেক্টটিকেই আরো অগ্রগতি দিয়ে আরো একটি প্রজেক্ট করছে LG । এবারের Explorer প্রজেক্ট এর নাম দেওয়া হয়েছে, Project- B। মনে করা হচ্ছে যে এই প্রজেক্ট এর ফলাফল হিসাবেই বাজারে আস্তে চলেছে রোলেবল ডিসপ্লে যুক্ত স্মার্টফোনে।

কেন এই রোলেবল ডিসপ্লে নাম করণ ? আসলে ডিসপ্লেটি কাগজ যেমন গুটিয়ে নেওয়া যায়, তেমনি গুটিয়ে নেওয়া যায়। অর্থাৎ প্রয়োজনে টেনে বা গুটিয়ে বড় বা ছোট করা যেতে পারে এই ডিসপ্লে। যার ফলে প্রথাগত ফ্লাট ডিসপ্লে প্যানেলের যুগে ঘটে যাবে আমূল পরিবর্তন। আশা করা যাচ্ছে আগামী বছরের প্রথম দিকেই বাজারে আস্তে পারে ফোনটি। তবে শুধু যে রোলেবল ডিসপ্লে থাকবে তা নয় ফোনটি হবে একেবারে ফ্ল্যাগশীপ ডিভাইস।

তবে, শুধু মাত্র LG যে এই ধরণের ডিসপ্লে  নিয়ে কাজ করছে তা নয়। Samsung, Huawei ও TCL এর মতো কোম্পানীরাও এই ধরণের ডিসপ্লে নিয়ে কাজ করছে। TCL নিজেদের ডেমো প্রোডাক্ট ইভেন্টের কাজও শুরু করে দিয়েছে। তাদের ডেমো  প্রোডাক্শনের একটি ভিডিও ফাঁস হয়েছে সম্প্রতি। সুতরাং আশা করা যায় হয়তো খুব শীঘ্রই বাজারে রোলেবল ডিসপ্লে যুক্ত ফোন আস্তে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥