ছোটো পর্দা থেকেই কাজ শুরু বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। কালারস এর নাগিন সিরিয়াল করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন এই বঙ্গতনয়া। সেখান থেকেই বলিউডে পা রাখা। ইতিমধ্যেই অক্ষয় কুমার এবং সলমন খানের সাথে কাজ করেছেন তিনি এছাড়াও বিভিন্ন গানে তাকে দেখা গেছে।
এখন যুব-সমাজের নয়া সেনসেশন মৌনি। আর সেটা বেশ ভালোই বোঝেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকতেই দেখা যায় তাকে, রোজই নিত্যনতুন ছবি দিয়ে তিনি মন জিতে নেন তার অনুগামীদের।
সম্প্রতি আকাশী রঙা পোশাকে খোলা চুলে ধরা দিয়েছেন তিনি। অফ শোল্ডার ওয়ান পিসে, স্পষ্ট তার সুঠাম কাঁধ, গভীর কলার বোন, পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে বিভাজিকা সব মিলিয়ে মৌনির ছবি তুমুল হিট সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই তার এই ছবি লাইকের বন্যায় ভেসে গেছে। প্রায় ৪ লক্ষ মানুষ পছন্দ করেছেন মৌনির এই ছবি। তার আবেদনময়ী চাহনিতে ইতিমধ্যেই ঘায়েল নেট দুনিয়া। মৌনি রায়ের ইনস্টাগ্রামে ১৫ মিলিয়ানের বেশি ফলোয়ার রয়েছে।