পৃথিবীর বুকে এখন রাজ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিলুপ্তির আগে এভাবেই প্রায় ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল এক বৃহদাকার সরিসৃপ প্রাণী, ডাইনোসর। এ প্রাণীটিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এদের নিয়েই তৈরী হয়েছে মিচেল ক্রিকটনের উপন্যাস অবলম্বনে স্টিফেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ সিনেমাটি। এখনো গোটা পৃথিবীজুড়ে এই সিনেমা দারুণ জনপ্রিয়। একবার ভাবুন তো এই সময় যদি আবার খোঁজ মেলে এই ডাইনোসরের? কি গল্প মনে হচ্ছে তো?
কিন্তু গল্প হলেও সত্যি। এই কোটি বছরের পুরোনো ডাইনোসর একসময় ছিল ভারতেও। এবার সেই ডিমেরই ৭ টি জীবাশ্ম মিলল মধ্যপ্রদেশের মন্ডলা জেলা থেকে। এই ডিম ৬৫ বছরের পুরোনো বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ডিমগুলির প্রত্যেকটির ওজন প্রায় ২কেজি ৬০০ গ্রাম এবং ৪০ সেন্টিমিটার দীর্ঘ। সম্ভবত ডাইনোসরের এক নতুন প্রজাতির এই ডিমগুলো।
ভুবিজ্ঞানের প্রোফেসর ডাক্তার হরিসিং গৌর মধ্যপ্রদেশের সাগর জেলার বিশ্ববিদ্যালয়ে। সেই ডিমগুলি তিনিই উদ্ধার করেন। তিনি বলেন, “৩০ অক্টোবর আমি মন্ডলা জেলার স্কুলের এক ছাত্র প্রশান্ত শ্রীবাস্তবের কথা মতো একটি ওয়েবসাইট দেখি। ওই সেখানকার এক স্থানীয় যুবকের হাতে প্রথম দেখে ডিমগুলিকে।”
ইতিমধ্যেই বিজ্ঞানীদের এই নয়া গবেষণা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। মনে করা হচ্ছে, এই নতুন আবিষ্কার ডাইনোসরের বিস্তার বুঝতে আমাদের সাহায্য করবে।