জনপ্রিয় চ্যাটিং অ্যাপ WhatsApp, ভারতের বেশির ভাগ লোকই এটি ব্যবহার করেন। এই জনপ্রিয় অ্যাপটি নিজস্ব পেমেন্ট সিস্টেম চালু করতে পারে এই জল্পনা ছিল অনেক দিন ধরেই। তবে এবার সেই জল্পনা সত্যি হয়েছে। গত ফ্রেবুয়ারী মাসেই WhatsApp Pay এর বিটা মোড লঞ্চ হয়েছিল। এবার বহু প্রতীক্ষিত এই ফিচারটি অর্থাৎ আর্থিক লেনদেনের সুবিধা এখন পাওয়া যাবে WhatsApp এ। সম্প্রতি NPCI (National Payment Corporation Of India) এর তরফে ছাড়পত্র পেয়েছে WhatsApp পেমেন্ট সিস্টেম চালু করার জন্য। গতকালই WhatsApp Inc নিজেদের অফিসিয়াল টুইটের হ্যান্ডেলে এই নতুন ফিচারটি কন্ফার্ম করেছে।
WhatsApp এর ব্যবহারকারীরা এবার থেকে অ্যাপের মধ্যে দিয়েই টাকার লেনদেন করতে পারবেন। এর জন্য WhatsApp Pay তে নিজেদের ব্যাঙ্ক একাউন্ট লিংক করতে হবে UPI এর দ্বারা। দেশের সমস্ত নামি ব্যাঙ্কগুলির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই পেমেন্ট সিস্টেমটি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে এক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বারোদা ইত্যাদি ১৪০টি ব্যাঙ্কে একাউন্ট এর ব্যবহার করা যাবে এই পেমেন্ট সিস্টেম। এমনকি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ও সাপোর্ট করবে এই নতুন পেমেন্ট সিস্টেম।
Starting today, people across India will be able to send money through WhatsApp ???? This secure payments experience makes transferring money just as easy as sending a message. pic.twitter.com/bM1hMEB7sb
— WhatsApp (@WhatsApp) November 6, 2020
নতুন এই ফিচারে UPI সেট থাকলেই আপনার কন্টাক্টে থাকা হোয়াটস্যাপ ইউজারকে টাকা পাঠাতে পারবেন। আপাতত UPI ID সার্চ করে পাঠাতে হচ্ছে টাকা। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই WhatsApp এর নিজস্ব QR কোড পাবেন ইউজাররা। তারপর শুধু মাত্র কোডটি স্ক্যান করলেই পাঠানো যাবে টাকা। আর নতুন এই ফিচারটি ব্যবহার করাও খুবই সহজ। একেবারে বাকি সমস্ত UPI App এর মতোই এখানে UPI ইউজারের ডিটেল ও ট্রানসাকশান হিস্ট্রি দেখতে পাবেন। মেসেঞ্জারে ক্লিপ চিহ্নের অপশনটি সিলেক্ট করলেই WhatsApp Pay ফিচারের অপশনটি পেয়ে যাবেন।