• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা কা ঢাবার মালিকের বিরুদ্ধে মানহানির মামলা ইউটিউবারের, ভুল প্রমাণিত হলে ক্ষমা চেয়ে নেবো, বললেন কান্ত প্রসাদ

‘বাবা কা ঢাবা ‘ (Baba Ka Dhaba) গত মাসে সোশ্যাল মিডিয়াতে এই  শব্দটি ছড়িয়ে পড়েছিল। যার জেরে সারা দেশের মানুষ জেনে গিয়েছিল এক বৃদ্ধকে। আসলে গৌরব ভাসান নামক এক ইউটিউবার বয়স্ক এই বৃদ্ধের দোকানের ভিডিও করেন। ‘বাবা কা ঢাবা’ নামক এই দোকানটি দেখতে দেখতে বিশ্ববিখ্যাত হয়ে পড়ে। সাউথ দিল্লির মালভিয়া নগরে কান্ত প্রাসাদের দোকান হল ‘বাবা কা ঢাবা’। ভিডিওতে দেখানো হয়েছিল বৃদ্ধের দোকানে ভালো মানের খাবার পাওয়া গেলেও বিক্রি না হবার কারণে বড় দুশ্চিন্তায় আছেন কান্ত প্রাসাদ।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল। যার ফলে লোকে সাধ্যমত সাহায্য করবার জন্য সেখানে গিয়ে বাবা কা ঢাবা থেকে খাবার খেতে চালু করেন ফলে বিক্রি বেড়ে যায় ওই বৃদ্ধের।কিন্তু এর কিছুদিন পরেই ওই ব্যক্তি ইউটিউবার গৌরব ভাসানের নাম একটি টাকা তছরুপের মামলা করেন। যার বিপরীতে গৌরব ও কান্ত প্রাসাদের বিরুদ্ধে মহানির মামলা করেছেন।

   

গৌরব ভাসানের মতে তিনি মোট ৩.৭৮ লক্ষ্য টাকা ঢাবার মালিক কে দিয়েছিলেন। যেটা ভিডিওতে চাওয়া সাহায্যের রূপে তার কাছে এসেছিল। গৌরব কান্ত প্রাদসাদকে দুটি চেক দিয়েছিলেন ১টি ১ লক্ষ্য টাকার ও অন্যটি ২.৩৩ লক্ষ্য টাকার। বাকি টাকা গৌরব কান্ত প্রাসাদকে PayTm করেছিলেন। কিন্তু কান্ত প্রাসাদ গৌরব প্রাসাদের নাম অভিযোগ করেন এই যে গৌরব মোট ২৩৫ লক্ষ্য টাকা পেয়েছে সাহায্যের দরুন। যা সে কান্ত প্রাসাদকে দেয়নি।

বর্তমানে পুলিশ এই দুই মামলারই তদন্ত করছে। এবার ঢাবার মালিক কে যখন জিজ্ঞাসা করা হল যে যদি গৌরবের বক্তব্য ঠিক প্রমাণিত হয় তখন কি করবেন তিনি। কান্ত তখন উত্তরে বলেন, ‘যদি আমার গৌরবের ওপর করা অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তাহলে ক্ষমা চেয়ে নেব’। কারণ গৌরব তাকে সাহায্যই করতে চেয়েছিলেন।

site