• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমিত শাহের মধ্যে আমি একজন মিথ্যুককে দেখতে পাই! টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ নুসরত জাহানের

দিনের পর দিন ধরে মিথ্যে প্রচার করে আসছেন অমিত শাহ (Amit Shah)। দেশের মানুষকে তিনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তিনি দীর্ঘদিন ধরে। কিন্তু মনে রাখবেন বাংলা আপনার এই মিথ্যে প্রচারে  ভুলছে না ! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে কটাক্ষের তীর ছুড়ে দিলেন অভিনেত্রী তথা তৃণমূল (TMC) সংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।

বর্তমানে অমিত শাহ জী বাংলা সফরে এসেছেন। অমিত শাহের বাংলা সফরের বিরোধিতায় এক অভিনব পন্থা অবলম্বন করেছে তৃণমূল সরকার। সেই বাংলা সফরের তীব্র বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করে তোপ দেগেছেন অভিনেত্রী। এই প্রচারে শব্দ ধাঁধার মধ্যে কিছু ইংরেজী শব্দ লুকিয়ে রাখা হয়েছে। যার প্রতিটিই নেতিবাচক শব্দ, এবং সাথে ক্যাপশনে লেখা হয়েছে যে ‘কোন শব্দটি আপনার প্রথম চোখে পড়ছে’?

   

আসলে প্রতিটি শব্দই অমিত শাহকে কটাক্ষ করে লেখা। এই শব্দ গুলির মধ্যে অভিনেত্রী তথা সংসদ নুসরত জাহানের একটিশব্দ চোখে পড়েছে। সেটি হল মিথ্যুক বা LIAR। অভিনেত্রী বাংলা বিরোধী অমিত শাহের সেই পোস্টটিকে রিটুইট করেছেন। সাথে লিখেছেন, ‘আমি মিথ্যুক দেখতে পাচ্ছি! আর শুধুমাত্র কল্পনা করছি যে নির্লজ্জ্ব মিথ্যা গুলি দিয়ে অমিত শাহ জী বার বার দেশবাসীকে বোকা বানিয়ে আসছেন’। এর সাথে অভিনেত্রী আরো লিখেছেন , ‘বাংলা কোনোদিন আপনার মিথ্যে প্রচার ভুলবে না’! সাথে হ্যাশট্যাগ দিয়েছেন বাংলা বিরোধী অমিত শাহ (#BanglaBirodhiAmitShah)।

প্রসঙ্গত দুদিনের বাংলার সফরে এসেছেন অমিত শাহ। দুর্গাপূজায় তার আসার কথা থাকলেও তা হয়ে ওঠে নি। গড় বুধবার রাত্রে ৮ তা বেজে ৩০ মিনিট নাগাদ তিনি এসে পৌঁছান। এমনিতেই ভোটে খুব বেশি দেরি নেই, সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রচার কর্মসূচী চালিয়ে যাচ্ছে। তাই প্রচারের এমন একটি সুবর্ন সুযোগ হাত ছাড়া করতে চাননি অমিত শাহ।

site