• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর করওয়া চৌথ পালন করছেন নুসরত জাহান, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি

করওয়া চৌথ (karwa chauth), এদিন স্ত্রীরা সারাদিন স্বামীর জন্য উপোস করে। শেষে রাতের আকাশে চাঁদ উঠলে স্বামীর মুখ দর্শন করে চালুনির মধ্যে দিয়ে। এর পর স্বামীর হাতেই ভাঙার উপোস। মূলত হিন্দুদের এই উৎসবটি বলিউডের দৌলতে ঘরে ঘরে শুরু হয়েছে। বলতে গেলে বাঙালি ঘরেও এখন করওয়া চৌথ বেশ রীতিনীতি মেনে পালিত হয়।

বাঙালি অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan) এ বছর করওয়া চৌথ পালন করেছেন। স্বামী নিখিল জৈন মঙ্গল কামনায় রেখেছেন উপোস। যদিও এ বছরই প্রথম নয়, গত বছরেও করওয়া চৌথ পালন করেছিল নুসরত।  অভিনেত্রী কোনো ছবি শেয়ার করেননি, তবে অভিনেত্রীর ফ্যান পেজের তরফ থেকে আগের বছরের পুরোনো ছবিই শেয়ার করা হয়েছে।

   

 

View this post on Instagram

 

Happy Karwachauth ❤️❤️ Throwback from #TheNJAffair’s last year Karwachauth celebration. ✨❤ @nusratchirps ❤ @nikhiljainoffcl ❤ . . . . . . #nusratjahan #njrocks #nusratjahanfanforever❤ #njrocks⚡⚡⚡⚡ #nusratjahan❤️ #thenjaffair #nj #lovenj #welovenusrat❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ #nusratnikhil #jabnusratmetnikhil❤❤❤❤ #nusratians #tollywood #tollywoodactress #instagram #instagood #igdaily #bollywood #srk #reels #reelsinstagram #reelitfeelit #reelkorbofeelkorbo #reelkarofeelkaro #deepikapadukone #karwachauth #salmankhan #mimichakraborty

A post shared by ɴᴜsʀᴀᴛ_ᴊᴀʜᴀɴ_ғᴀɴ_ғᴏʀᴇᴠᴇʀ ❤?? (@nusrat_jahan_fan_forever) on

কিন্তু অভিনেত্রীকে নিয়ে বির্তকের শেষ নেই। অভিনেত্রীর করওয়া চৌথের ছবি দেখেও মৌলবাদীদের মন্তব্য জারি রয়েছে। অভিনেত্রী মুসলিম হয়ে অন্য ধর্মে বিয়ে করেছেন। সাথে হিন্দু রীতিনীতি পালন করেন এর কারণে বহুবারই মৌলবাদীদের কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। কিছুদিন আগেই দুর্গাপূজার অষ্টমীর ছবি থেকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছিলেন। সেখানেও অভিনেত্রীকে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল।

নুসরত এমনিতেই সমস্ত ধর্মের উৎসবেই শুভেচ্ছা জানিয়ে থাকেন। তবে গত বছর তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি জন্মাষ্টমী, রোধ, দুর্গাপুজো ও ঈদ সমস্ত উৎসবই পালন করেন। তবে মৌলবাদীদের কটাক্ষ প্রতিবারই সমালোচনার ঝড় তোলে নুসরতের ছবি গুলি নিয়ে।

 

site