জনপ্রিয় গায়ক কুমার শানু (Kumar Shanu) ৯০ এর দশকে রাজত্ব করেছেন বলিউডে। এখনো পর্যন্ত যেকোনো অনুষ্ঠানেই কম বেশি কুমার শানুর গান আছেই। অনেকেই হয়তো জানেন না, ইটা কিন্তু তার আসল নাম না। গানের জগতে এসে নিজের নাম পাল্টে ফেলেছিলেন তিনি। আসলে তার নাম কেদারনাথ ভট্টাচার্য। এই নামের মত আরো কিছু গোপন তথ্য রয়েছে কুমার শানুর সাথে।
৯০ এর দশকের সুপার হিট এই গায়ক সেদিন থেকে আজ পর্যন্ত সমান ভাবেই সমাদৃত গানের জগতে। একদিনে কুমার শানু ২৮টি গান রেকর্ড করেছিলেন যেটি ছিল রেকর্ড। এর জন্য জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল এই গায়কের। তবে তার গানের কেরিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবনের ঘটনাও বহুবার শিরোনামে এসেছে।
১৯৮০-১৯৯০ এর মধ্যে অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে কুমার শানুর গভীর প্রেমের সম্পর্ক শিরোনামে এসেছিল। অভিনেত্রী মীনাক্ষী ১৯৮৩ সালে প্রথম বলিউড চলচ্চিত্র জগতে পা রাখেন। সেই সময় কুমার শানুর ‘‘জব কোই বাত বিগর যায়ে’ গানটিতে অভিনয় করতে দেখা গিয়েছিল মীনাক্ষিকে। ভালো অভিনয়ের কারণে বলিউডে বেশ নজপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী। একসময় এই মীনাক্ষীর সাথেই প্রেমে পরে যান কুমার শানু।
শোনা যায়, মীনাক্ষীর প্রেমে পরেই নাকি প্রথম স্ত্রী তথা ছেলে জানের মা রিতা ভট্টাচার্যকে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত দেন। তবে মীনাক্ষীর সাথে প্রেমের সৌভাগ্য বেশিদিন স্থায়ী হয়নি কুমার শানুর। হটাৎই অভিনয় জগৎ ছেড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন মীনাক্ষী শেষাদ্রি। ১৯৯৭ সালে অভিনেত্রী হারিস মাইসোর নামক এক ব্যবসায়ীকে বিয়ে করে নেন।
এরপর আবার সলনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। দ্বিতীয়পক্ষের তার দুই মেয়ে আছে শ্যানন ও আনা। বর্তমানে কুমার শানু বেশ ভালোই আছেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে। তবে প্রথম স্ত্রী ও মীনাক্ষী ছাড়াও আরো অনেক অভিনেত্রীর সাথে সম্পকের কানাঘুষো শোনা যায় কুমার শানুর সাথে।