বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি (Kiara Advani)। বলিউডে অভিনয় জগতে বাকি অভিনেত্রীদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন বেশ পাকাপাকি ভাবেই। ‘কবির সিং’ , ‘লুস্ট স্টোরিজ’, ‘ফুগলি’, ‘এমএস ধোনি’ ইত্যাদি ছবিতে কীড়ার অভিনয় বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি কিয়ারার পরবর্তী ছবি ‘লাক্সমি বোম্ব’ এর ট্রেলার রিলিজ করেছে। লাক্সমি বোম্ব ছবিটি নিয়ে বিতর্ক শুরু হলে ছবির নাম পাল্টে লাক্সমি করে দেওয়া হয়।
ছবিটি কথা নাহয় থাকে এখন। এবার আসা যাক অভিনেত্রী কিয়ারার লাভ লাইফের কথায়। দীর্ঘদিন ঘরেই অভিনেত্রীর সাথে সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সম্পর্কের কথা শোনা যাচ্ছে। দুজনকে বহুবার কাজের বাইরে ও পার্টিতে একসাথে লক্ষ্য করা গেছে। তবে অভিনেতা ও অভিনেত্রী ডেট করছেন কিনা সেবিষয়ে এখনো কোনো নিশ্চটি খবর পাওয়া যায়নি এপর্যন্ত।
তবে কপিল শর্মার শো এর একটি পর্বে অক্ষয় কুমার (Akshay Kumar)ও অভিনেত্রী কিয়ারা এসেছিলেন লাক্সমি ছবির প্রমোশনে। সেখানে অক্ষয় কীড়ার রহস্য ফাঁস করেছেন। শোতে কিয়ারা আদভানিকে সিদ্ধান্ত নিয়ে চলার মত একজন নারী হিসাবে আখ্যা দিয়েছেন। আসলে কপিল শর্মা শোএর একটি দৃশ্যে কাঁপিলকে কিয়ারার লাভ লাইফ নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে। যার উত্তরে কিয়ারা বলেছেন,’ আমি সোজা বিয়ে করব। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার হলে বিয়ের পরেই বলবো’।
কিয়ারার এই উত্তরে ক্ষনিকের জন্য হতবাক ও চুপ হয়ে যান দর্শক থেকে শুরু করে অক্ষয় ও কপিল শর্মা। যদিও কপিল শর্মা বলেন কিয়ারা যাতে জলদি বিয়ে করে নেয় তার জন্য সবাই তালি বাজাও। এর পরেই অক্ষয় কীড়াকে সিদ্ধান্তগত মেয়ে বলে হাসতে শুরু করেন। শেষে কিয়ারাকেও হাস্তে দেখা গেছে। এই ঘটনাটির একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে ইন্টানেটে।
Band baja baraat 2021 me pakka samjho bhai ab????????
Kyu ki ye sidhant wali ladki ha.????????????????
pic.twitter.com/hL8Cvq1pPr— ???? (@S1rajput4) November 2, 2020