বলিউডের রাই সুন্দরী অর্থাৎ ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bacchan)সবাই চেনে। ১লা নভেম্বর ২০২০তে ৪৭ বছরে পা দিলেন অভিনেত্রী। তবে প্রতি বছরের মত এবছর কোনো বড়সড় পার্টির আয়োজন হয়নি। বাড়িতেই পালন করেছেন জন্মদিন। বলিউডে নিজের অভিনয় দিয়ে দর্শকদের বার বার মুগ্ধ করেছেন অভিনেত্রী। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড এর খেতাব ও জিতেছিলেন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের সাথে ‘এয়ে দিল হয় মুশকিল’ ছবিতে।
তবে, বলিউডের এই বিখ্যাত অভিনেত্রীও একসময় হতাশ হয়েছিলেন। শাহরুখ খান (Sshahrukh Khan)তাকে ছবির থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ‘সিমি গ্রেওয়াল শো’ তে অভিনেত্রীকে কিছু প্রশ্ন করা হলে অভিনেত্রী উত্তর দিতে বেশ অস্বস্থি বোধ করেন। শোতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাকে কিছু ছবিতে প্রথমে ফাইনাল করা হলেও পরে সরিয়ে দেওয়া হয়েছিল? প্রশ্নের উত্তৰ দিতে গিয়ে অভিনেত্রী খানিক অস্বস্তির মধ্যে পরে যান ও বলেন,’এর উত্তর আমি কিভাবে দিতে পারি’!
এরপর অভিনেত্রী অবশ্য স্বীকার করে নেন যে তার দুটি ছবিতে অভিনয়ের কথা থাকলেও পরে তা বাতিল হয়। এব্যাপারে তিনি বলেন, ‘ হ্যাঁ, এরকম কিছু ছবিতে আমার শাহরুখ খানের সাথে একসাথে কাজ করার কথা হয়েছিল। কিন্তু পরে হটাৎই কোনো কারণ না জানিয়েই আমাকে ব্যাড দেওয়া হয়। তখন আমার মনেও প্রশ্ন ছিল এটা কেন হল! কিন্তু সেই কেনর কোনো উত্তর আমার কাছে ছিল না’। সিমি তখন সোজাসুজি বলেন, ‘শাহরুখ খান এবিষয়ে দুঃখপ্রকাশ করেচেন। তিনি বলেছেন যে তার ব্যক্তিগত জীবনে অনেক বেশি কিছু সহ্য করছিলেন’।
এরপর অভিনেত্রী ঐশ্বর্য রাই এর কাছে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, ‘দেখুন এমন সময় যখন আপনার কাছে কোনো ব্যাখ্যা নেই তখন আপনি হতাশ হবেন। আমিও তখন পুরুপুরি ভাবে হতাশ হয়ে পড়েছিলাম। এছাড়াও আমি খুব হতবাক হয়েছিলাম ঘটনাগুলি নিয়ে’। একই প্রশ্ন সিমি যখন শাহরুখ খানকে করেছিলেন তখনা শাহরুখ উত্তর দেন,’এটা মোটেও আমার স্বভাব নয়’।
এছাড়াও ২০০৩ সালে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় ‘চেন্নাই এক্সপ্রেস’ (Chennai Express) ছবিতে ঐশ্বর্যকে বাদ দেবার প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘কোনো একজনের সাথে একটি কাজ শুরু করে পরে তাকে পাল্টে দেওয়া কোনো কারণ ছাড়াই খুব শক্ত কাজ। ইটা খুবই দুঃখ জনক ছিল কারণ ঐশ্বর্য রাই আমার বন্ধু। ব্যক্তিগত ভাবে আমার খুবই খারাপ লেগেছিল। কিন্তু একজন প্রযোজক হিসাবে এটা আমায় করতে হয়েছিল। এর জন্য আমি ঐশ্বর্যের কাছে ক্ষমাও চেয়েছি’।