৯০-এর দশকের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে প্রথমের সারিতেই ছিল মুকেশ খান্না অভিনীত শক্তিমান। সেইসময়ে মানুষের মুখে মুখে ঘুরত ‘শক্তিমানের’ নাম। সম্প্রতি মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বেজায় বিপদে পড়েছিলেন শক্তিমান।
#MeToo-র জন্য দায়ী কর্মরতা মহিলারাই’, এই মন্তব্য করতেই নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে পড়েন মুকেশ খান্না। এই মন্তব্যের জেরে স্বভাবতই ওঠে বিতর্কের ঝড়। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে নিজের সাফাই গাইতে মাঠে নামলেন মুকেশ খান্না। তার মন্তব্যের বক্তব্য নিয়ে মিখ খুললেন তিনি।
সম্প্রতি একটি ইন্সটাগ্রাম ভিডিও শেয়ার করে মুকেশ খান্না বলেন, “আমি মহিলা কাজ করার বিরোধী নই। আমার সাক্ষাৎকারের সম্পূর্ণ ভিডিয়োটি আমি আপনাদের দেখাতে চাই। সেই সাক্ষাৎকারের কিছু অংশ কেটে ছড়িয়ে দিয়ে আমাকে বদনাম করার জন্য চেষ্টা করা হচ্ছে। যে অর্থে আমার কথা ব্যবহার করা হয়েছে আমি সেই অর্থে কথাটা বলিনি। আমি বলতে চেয়েছি কীভাবে #MeToo ঘটতে পারে। পুরোটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে মহিলাদের সম্মান করি। ”
মুকেশ খান্না আরও বলেন, “আমি মহিলাদের কাজ করার বিপক্ষে কখনওই নয়। আমি বলেছিলাম, #MeToo কীভাবে শুরু হয়েছে। আমাদের দেশে সমস্ত ক্ষত্রে মহিলারা গৌরবের সঙ্গে কাজ করছেন। আমি কীভাবে একজন মহিলার বিপক্ষে কথা বলতে পারি? ” প্রসঙ্গত মুকেশ খান্নার একটি সাক্ষাৎকার নিয়েই বিতর্কের সূত্রপাত হয় যেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, প্রসঙ্গত, শনিবার মুকেশ খান্নার সাক্ষাৎকারের একটি ভিডিয়োর অংশ টুইটারে ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ” মহিলাদের আসল কাজ হল ঘরের যত্ন নেওয়া। মিটু-র সমস্যা তখন থেকে শুরু হয়েছিল, যখন মহিলারা কাজ করা, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলা শুরু করেছিলেন”।