স্বভাবে খুবই শান্ত এবং ধীরস্থির বলিউডের জনপ্রিয় গায়ক অভিজিৎ সিং (Arijit singh)। একাধিক প্রেমের গান গাইলেও তার নিজের প্রেম-কাহিনিতে ছিল অসংখ্য টানাপোড়েন। তাই তার ব্যক্তিগত জীবন বরাবরই প্রচার বিমুখ রাখতে পছন্দ করেন গায়ক। প্রেম থেকে বিচ্ছেদ সবেরই সাক্ষী থেকেছেন তিনি।
তার প্রেম-কাহিনিতে রয়েছে একাধিক টুইস্ট, যা যেকোনোও ব্লক-ব্লাস্টার মুভিকেও সহজেই হার মানাবে। জীবনে প্রেম যেমন এসেছে ভেঙেওছে, হয়েছে বিবাহ বিচ্ছেদও। কেরিয়ারের শুরুর দিকেও তার পথচলা অতটা সহজ ছিলনা।
ছোট থেকেই গানের প্রতি টান অরিজিতের। তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা শুরু পন্ডিত রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে। গান যে তার প্রথম ভালোবাসা তা বলাই বাহুল্য। চোখ বুজে তার গান শুনলেই বোঝা যেই কত দরদ দিয়ে তিনি প্রতিটা শব্দ গান।
২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়েই তার প্রথম বলিউডে অভিষেক। তবে সেখানে জনপ্রিয়তার বিন্দুমাত্র পাননি তিনি, হতে পারেননি বিজয়ী-ও৷ আশিকী-২ (Aashiqui-2) ছবিতে ‘তুম হি হো’ গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অভিজিৎ। এরপর বলিউড থেকে টলিউড লাগাতার অসংখ্য হিট গান উপহার দিয়েছেন গায়ক।
২০১০-১১ নাগাদ সংগীত পরিচালক প্রীতমের বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে শুরু করেন তিনি। এরপর প্রীতমের সঙ্গে কাজ করার সময়েই ফেম গুরুকুলের এক প্রতিযোগীকে বিয়ে করেন তিনি, কিন্তু সেই বিয়ের মেয়াদ বেশি দিন গড়ায়নি। অচিরেই তার সেই বিবাহ বিচ্ছেদ হয়।
আর তারপরেই শুরু হয় তার নতুন প্রেম উপাখ্যান। ছোট বেলার বন্ধু কোয়েল রায়ের সঙ্গেই অবশেষে গাঁটছড়া বাঁধেন অভিজিৎ। কোয়েলের জীবনেও রয়েছে নানা উত্থান পতন। তারও প্রথম বিয়ে সুখের হয়নি। রয়েছে প্রথম পক্ষের সন্তানও। কিন্তু ওই যে কথায় আছে না? ‘জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে’। হয়ত অভিজিৎ এর ভাগ্যে লেখা ছিল কোয়েলই। ২০১৪ সালে বিয়ে করেন কোয়েল অভিজিৎ। এখন তারা চুটিয়ে সংসার করছেন।