• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার দিশা সৈলানির সিবিআই তদন্তের দাবিতে বোম্বে হাইকোর্টে সুশান্তের বন্ধু সুনীল গুপ্তা

Published on:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপূত, গত ১৪ই জুন নিজের ফ্ল্যাটেই মেলে তার নিস্প্রান দেহ। সুশান্তের এরকম আচমকা ও অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে হতবাক হয়েছিল গোটা দেশ। অভিনেতা সুশান্ত সিং মারা যাবার মাত্র ৬ দিন আগে অর্থাৎ ৮ই জুন অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সৈলানের মৃত্যু ঘটে। সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু হবার পরে অনেক জল ঘোলা হয়েছে, ইতিমধ্যেই দেশের প্রধান তদন্তকারী সংস্থার মধ্যে ৩টি সংস্থা সুশান্ত মৃত্যুর তদন্ত করছে।

এবার সুশান্তের বন্ধু ও জিম পার্টনার সুনীল গুপ্তা সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সৈলানির সিবিআই তদন্তের দাবিতে বলবে হাইকোর্টে মামলা দায়ের করল। সুনীল গুপ্তার মতে, আসলে দিশা সৈলানি আবাসনের ১৪ তলা থেকে পরে মারা যায় , আবার তার কিছুদিন পরেই সুশান্ত মারা যান। দুজনেই ভীষণ সন্দেহজনক ভাবে মারা গিয়েছেন। দিশা সৈলানির মৃত্যুর তদনের সময় মুম্বাই পুলিশ সেভাবে তদন্ত করেনি। অথচ সুনীলের তার পিটিশনে জানিয়েছেন দিশা ও সুশান্তের মধ্যে যে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত যোগাযোগ ছিল তার প্রমান তার কাছে আছে।

বর্তমানে সিবিআই ও আরো দুটি সংস্থা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে। এক্ষেত্রে দিশা সৈলানির মৃত্যুরও সিবিআই তদন্ত হওয়া উচিত বলেই মনে করেছেন সুনীল গুপ্তা। সুশান্তের মৃত্যু তদন্তে ইতিমধ্যেই তার বান্ধবী রিয়া চক্রবর্তী ও বান্ধবীর ভাই সৌমিককে গেরেফতার করা হয়েছে। এছাড়াও সুশান্তের বাড়ির কর্মচারী স্যামুয়েল ও দীপেশকেও গ্রেফতার করা হয়েছে। যদিও রিয়া চক্রবর্তী বর্তমানে জামিনে মুক্ত আছেন। তবে সুশান্তের মৃত্যু ও দিশার মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক থাকলেও থাকতেই পারে। এই দাবি নিয়েই মামলা দায়ের করেছেন সুশান্তের বন্ধু সুনীল গুপ্তা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥