বলিউড অভিনেত্রী শেফালী জারিয়ালাকে মনে আছে? একসময় অভিনেত্রীর কাঁটা লাগা গানে উত্তর হয়েছিল সবাই। এছাড়াও বলিউডে ‘মুঝসে শাড়ি কারোগী’ ছবিতেও অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গিয়েছিল। দেখতে দেখতে কাঁটা লাগা গানের ১৭ টি বছর পার হয়ে গেছে। বর্তমানে অভিনেত্রীর বয়স ৩৭। তবে তিনি আগের মতোই সুন্দরী আছেন এখনো। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া দেখলে তা বোঝাই যায়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়।
সম্প্রতি অভিনেত্রীর সাথে গায়ক মিকা সিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী শেফালী ও গায়ক মিকা নিজেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ছবিগুলি। ছবিগুলিতে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাচ্ছে দুজনকেই। যথারীতি শেয়ার হবার পরেই ভাইরাল হয়ে পড়েছে ছবিগুলি। আসলে মিকা সিংয়ের সাথে শেফালি জারিওয়ালার বন্ধুত্ব বহুদিনের। বহুদিন ধরেই দুজনের একসাথে কাজ করার জল্পনা ছিল। কিন্তু এতদিন তা হয়ে ওঠেনি।
কিন্তু এবার মনে হচ্ছে নিজের নতুন গানের অ্যালবাম তৈরি করতে চাইছেন মিকা সিং। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছবি দেখে গায়ক ও অভিনেত্রীর অনুগামীদের ধারণা অন্তত তাই। মিকা নিজের সোশ্যাল মিডিয়াতে শেফালির সাথে একাধিক ছবি শেয়ার করেছেন যেখানে শেফালিকে কখনো বেসবল ব্যাট হাতে দেখা যাচ্ছে তো কখনো চুরি হাতে। তবে মিকা ছবি শেয়ার করে লিখেছেন, ‘ বন্ধু আমায় চুরি দিয়ে মেরে ফেলোনা! আমি তো অলরেডি ফিদা তোমার হাসিতে’।
অন্যদিকে শেফালী মিকার সাথে ছবি শেয়ার করে লিখেছেন, ‘একজন নারীর চোখের চাউনি ছুরির থেকেও গভীর ভাবে কাটতে পারে’। মিকা সিং ও শেফালী যে ধামাকাদার নতুন কিছু আন্তে চলেছেন তা ছবিগুলিতে স্পষ্ট। ছবিগুলিতে টিপস মিউজিকেও ট্যাগ করতে দেখা গেছে। এখন অপেক্ষা অফিসিয়াল এনাউন্সমেন্টের।