খোদ পাকিস্তানে বেজে উঠলো ‘জয় শ্রী রাম’ ধ্বনি। কি অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই বাস্তব৷ হঠাৎই কাশ্মীর নিয়ে আলোচনা চলাকালীন পাকিস্তানের একটি অনলাইন মিটিং-এ বেজে ওঠে ‘‘এক হি নারা, এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম...’’ অনলাইন বৈঠক চলাকালীন কোনোও হ্যাকারের কারসাজিতেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বিতর্কিত ভিডিও। ভারতের কোনোও রামভক্ত, বা বিজেপির মিছিলে নয় ইসলামী দেশ পাকিস্তানে এই ঘটনা ঘটায় নেটপাড়ায় উঠেছে হাসির রোল। অনেকেই এই বিষয় নিয়ে মজা করে ট্যুইট করেছেন। কাশ্মীর ইস্যুতে নিজেদের ঘুঁটি সাজিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের (India) সমালোচনা করতে গিয়ে ফের নিজেই বেকায়দায় পড়ল পাকিস্তান।
সূত্রের খবর, গত মঙ্গলবার কাশ্মীর নিয়ে আলোচনার জন্য অনলাইনে বৈঠকটির আয়োজন করা হয় ইসলামাবাদ পাকিস্তানের তরফে। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের তাবড় তাবড় প্রতিনিধিরাও। কিন্তু হঠাৎই আলোচনা সভায় হানা দেয় হ্যাকার বাবাজিরা। বৈঠক ভেস্তে দিতে চালিয়ে দেয় হনুমানজির গান, এবং জয়শ্রী রাম ধ্বনি। পুরো লাইভটি ফেসবুকে স্ট্রিমিং হওয়ায় নিমেষে তা ভাইরাল হয় নেট দুনিয়ায়। হ্যাকারদের ‘ভারতীয়’ বলেই দাবি করেছে পাক-সরকার।
2 minutes of great patriotic songs. pic.twitter.com/cVV9niQYFe
— VarunReddy2002 (@reddy2002_varun) October 28, 2020