• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাগিন হতে চলেছেন শ্রদ্ধা কাপুর ! খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা

Published on:

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, ছবিতে নিজের অসাধারণ অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ‘আশিকি ২ (Aashiqi 2)’ , ‘স্ত্রী (Stree)’, ‘স্ট্রিট ড্যান্সার (Street Dancer)’, ‘বাগি (Baagi)’, ‘ছিঁনছোড়ে (Chinchore)’ ইত্যাদির মত ছবিতে শ্রদ্ধা কাপুরের অভিনয় বেশ মন জয় করেছে দর্শকদের। তবে, বড় খবর হল অভিনেত্রীকে খুব শীঘ্রই দেখা যাবে বলিউডের নতুন নাগিন চরিতে অভিনয় করতে।

বলিউডের নাগিনের মত একটি আইকনিক চরিত্রে অভিনয় করেছেন বহু তাবড় তাবড় অভিনেত্রী। শ্রীদেবীর (Sridevi) নাগিন চরিত্রে অভিনয় আজও সমাদৃত হয় বলিউডে। এবার সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আসন্ন ছবিটি বিশাল ফুরিয়ার (Vishal Furia), ছবিটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রীও বলেছেন নাগিনের চরিত্রে অভিনয় করার জন্য বেশ উৎসাহী তিনি। এই মুহূর্তে ছবিটির কোনো নাম জানা না গেলেও জানা গেছে মূলত প্রেম কাহিনী নিয়েই হবে ছবিটি। সাথে থাকবে ভিজ্যুয়াল এফেক্টের দারুন কাজ।

কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে দেরি হয়নি। আর ভাইরাল হতেই নেটিজনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীকে নিয়ে বানানো হচ্ছে অসংখ্য মিম।

এক নেটিজেন একটি পোস্টে অভিনেত্রীর চোখের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ আমরা কখনো ভাবতেই পারিনি আরোহী বলিউডের পরবর্তী নাগিন হয়ে যাবে!’

 

https://twitter.com/uddu25/status/1321393189425541121

একজন আবার আশিকি ২ ছবির কিছু দৃশ্য দিয়ে মিম বানিয়ে লিখেছেন, ‘আদিত্য দা এবার আর বাঁচতে পারবেন না। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥