গত বছর মার্চ মাসের ঘটনা, ১লা মার্চ ২০১৯ ভারতীয় বায়ুসেনার এক পাইলট অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) মুক্তি দিয়েছিল পাকিস্তান। কোনোরকম অরাজকতা বা অশান্তি না করেই ঘরে ফিরেছিল দেশের ছেলে। তবে কি শান্তি ও সৌজন্যের খাতিরে অভিনন্দনকে মুক্তি দিয়েছিল পাকিস্তান? নাকি ভারতের চাপের কাছে নোটি স্বীকার করতে বাধ্য হয়েছিল পাকিস্তান! কারণ সেই সময় পাকিস্তানের ওপর যেমন ছিল ভারতের চাপ তেমনি ছিল আন্তর্জাতিক চাপ। নাকি ভারতকে ভয় পেয়েছিল পাকিস্তান?
অভিনন্দনকে মুক্তি দেবার ঘটনাটির বিষয়ে পাকিস্তানের মুসলিম লীগ-নাওয়াজ (PML -N)এর নেতা আয়াজ সাদিক মন্তব্য করেছন। তার মতে সেদিন পাকিস্তানের হাতে ভারতীয় বায়ুসেনার জওয়ান অভিনন্দন বর্তমানে ধরা পড়ার পর সেদেশের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ( Shah Mahmood Qureshi )বৈঠক করেছিলেন। বৈঠকে তিনি বিদেশ মন্ত্রী বলেন, ‘সেই দিনই রাত ৯ তার মধ্যে যদি না ছাড়া হয় অভিনন্দন বর্তমানকে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা আক্রমন করবে ভারত’।
"India is going attack Pakistan at 9pm if we don't release Abhinandan," foreign minister Qureshi told the opposition leaders.
So was it 9pm PST or IST? 🤔 pic.twitter.com/8f1tkLkypK
— Naila Inayat (@nailainayat) October 28, 2020
মুসলিম লীগ-নাওয়াজ (PML -N)এর নেতা আয়াজ সাদিক (Ayaz Sadiq) আরো বলেন, ওই দিন বৈঠকে বিদেশ মন্ত্রী বলেছিলেন ‘আল্লাহর দোহাই অভিনন্দনকে মুক্তিদিন! নাহলে রাত ৯ তার পরেই আক্রমন করবে ভারত। সেদিন পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খান সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। বৈঠকে উপস্থিত পাক সেনা প্রধান মেহমুদ কুরেশির কথা শুনে একেবারে ঘেমে নেয়ে একশা হয়ে গিয়েছিলেন সেদিন।’
প্রসঙ্গত, গত বছর ১৪ই ফ্রেবুয়ারী পুলওয়ামাতে ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয়ে বিস্ফোরক হামলা চালিয়েছিল পলিস্তান। সেই হামলায় শহীদ হয়েছিল ভারতের ৪০ বীর সিআরপিএফ জওয়ান। এই জঙ্গি হামলার প্রতিবাদে ২৬ শে ফ্রেবুয়ারী ভারত ভোররাতে পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারত। কিন্তু দুৰ্ভাগ্যবশত ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধ বিমান পাকিস্তানেই ভেঙে পরে যায়। এরপর ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ধরে নেয় পাকিস্তান।
তবে, মাত্র ৩ দিন পরেই আন্তর্জাতিক চাপ ও ভারতের আক্রমনের ভয়ে বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দে পাকিস্তান। ১ লা মার্চ ২০১৯ তিন বার সময় পরিবর্তনের পরে রাতের ৯তা বেজে ২১ মিনিটে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এর মাত্র ৬ মাস পরেই আবার বায়ুসেনার কাজ যদি দিয়েছেন ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান।