সোশ্যাল মিডিয়াতে হাজারো ভাইরাল ভিডিওয়ের মাঝে এমন কিছু ভিডিও থাকে যা আমাদের ভাবিয়ে তোলে! তা সে কিছু আজব কান্ড কারখানাই হোক বা কোনো এমন ঘটনা যা মনকে প্রশ্ন করতে বাধ্য করে। এবার সোশ্যাল মিডিয়াতে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করবে! সত্যিই কি আমরা পারি না?
বিখ্যাত শারদ বাদক সৃঞ্জয় মুখার্জী ইদানিং সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের সারদের সাথে অনেক প্রতিভার ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়াতে সাথে কিছু সচেতনতামূলক পোস্ট শেয়ার করে থাকেন। এদিন তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বাদর কোনো এক জায়গায় বসে আছে ও জলের অপচয় রোখার চেষ্টা করছে। একটি জলের পাইপ থেকে অবিরাম জল বেরোতে থাকছে যা রীতিমত নষ্ট হচ্ছে! বাঁদরটি কোনো কিছু একটার সাহায্যে সেই জলের অপচয় রোধ করার চেষ্টা করে চলেছে।
সত্যিই কি আজব তাই না! প্রশাসন থেকে শুরু করে অনেকেই অনেক ভাবে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছেন যাতে জলের অপচয় রোধ করা যায়। কিন্তু তাতেও সাধারণ মানুষদের মধ্যে সেরকম কিছু পার্থক্য চোখে পড়েনি।অথচ এই অবলা জীবটি যে হয়তো আমাদের প্রচারের মর্ম বোঝে না কিন্তু বোঝে প্রকৃতিতে জলের মূল্যই সে চেষ্টা করেচলেছে যাতে জলের অপচয় রুখে দেওয়া যায়। ভিডিওটি দেখে গায়ের লোম খাড়া হয়ে যায়! যে কাজটা আমাদের করা উচিত সেটা যে আমরা করতে ব্যর্থ তা চলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বাঁদরটি।
সৃঞ্জয় মুখার্জী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘চলুন না বন্ধুরা আমরা জল অপচয় করা সম্পূর্ণ ভাবে বন্ধ করি। পারবো না আমরা? ভিডিও টা দেখে কিছুক্ষন চুপ করে থাকলাম। কথা সরলো না মুখ থেকে’। ভিডিওটি শেয়ার করার পর থেকে অনেকেই ভিডিওটি দেখেছেন সাথে মন্তব্যও করেছেন অবাক হয়ে যে মানুষের বুদ্ধি না থাকলেও এদের আছে !