• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হোয়াটস্যাপে এল বহু প্রতীক্ষিত দুর্দান্ত এক ফিচার যার জন্য অনেকেই ছিলেন অপেক্ষায়

গোটা বিশ্বে ডিজিটাল যুগে যোগযোগের মূল মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির মধ্যে ভারত তথা সারা বিশ্বে বেশ জনপ্রিয় হোয়াটস্যাপ (Whatsapp)। ইন্টারনেটের যুগে হোয়াটস্যাপ ব্যবহারকরেনা এমন মানুষ খুঁজে বের করা দায়! তবে হোয়াটস্যাপ ব্যবহারের ফলে অনেকেই আবার অভিযোগ করেন যে হোয়াটস্যাপ নাকি বড় বিরক্তির  কারণ হয়ে  ওঠে  মাঝে মধ্যে। আর এই সমস্যার সমাধানেই এবার এগিয়ে এল হোয়াটস্যাপ।

আসলে হোয়াটস্যাপ নিজেদের ইউজারদের সময়ে সময়ে বিভিন্ন নতুন ফিচার দিয়ে থাকে! এক্ষেত্রে গ্রাহক বা  ইউজারদের মতই প্রাধান্য পায়। এবার ইউজারদের সমস্যার সমাধানে তৎপর হোয়াটস্যাপ। হোয়াটস্যাপ ব্যবহারকারীদের অনেকেরই অভিযোগ ছিল অনেক সময় বিভিন্ন কন্টাক্ট ও গ্রুপের থেকে আসা ছবি, ভিডিও ও জিআইএফ অনেক ক্ষেত্রেই ফোনের মেমরি ভর্তি করে দেয়। সাথে কোনো নতুন মেসেজে এলেই বাজতে থাকে নোটিফিকেশন।

   

এই সমস্যার সমাধান হিসাবে হোয়াটস্যাপ সম্প্রতি একটি নতুন ফিচার এনেছে যার সাহায্যে আপনি চাইলে যে কোনো গ্রুপ বা কংটাক্টকে সারাজীবনের জন্য মিউট করে দিতে পারেন। ফলে আপনাকে বার বার অপ্রয়োজনীয় নোটিফিকেশনের জন্য চিন্তিত হতে হবে না। এছাড়া স্টোরেজ সংক্রান্ত সমস্যার জন্য আপনি হোয়াটসাপের সেটিংস অপশনে গিয়ে অটো ডাউনলোড মিডিয়া অফ করে রাখতে পারেন, ফলে অপ্রয়োজনীয় মিডিয়া আপনার ফোন ডাউনলোড হবে না ও স্টোরেজের সমস্যা দেখা দেবে না।

কিন্তু এবার আসা যাক আরেক সমস্যার পর যেটা এই দুই সমস্যা সমাধানের পর আসে! ধরুন আপনি কোনো একটি গ্রুপের অপ্রয়োজনীয় মিডিয়া দেখতে চাননা চাননা কোনো এমজি স্টিকারও কিন্তু গ্রুপের বার্তা বা মেসেজ গুলি আপনি রাখতে চান। সেক্ষেত্রে আপনাকে এতদিন প্রতিটি মিডিয়া বা অপ্রয়োজনীয় স্টিকার ধরে হরে ডিলেট করতে হত। এইবার এই সমস্যার থেকে মুক্তি দিল হোয়াটস্যাপ।

এবার থেকে আপনি চাইলে শুধুমাত্র মিডিয়া ডিলিট করতে পারেন কোনো কন্টাক্ট বা গ্রুপের থেকে। এমনকি শুধু মাত্র ভিডিও বা শুধু মাত্র ছবি বা জিআইএফ ডিলিট করার জন্যও থাকবে আলাদা আলাদা অপশন। এর জন্য আপনাকে যা করতে হবে তা নিচে স্টেপ বই স্টেপ দেওয়া হল :

১. প্রথমে আপনি হোয়াটসাপের সেটিংস (Settings) অপশনে যান।

২. এর পর ডেটা ও স্টোরেজ ইউসেজ (Data & Storage) অপশনটি বেছে নিন। এবার স্টোরেজ ইউসেজ অপসন বেছে নিন।

৩. যে কন্টাক্ট বা গ্রুপের মেসেজে বা ভিডিও ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন ও ম্যানেজ (Manage) অপশনে ক্লিক করুন।

৪. এবার যে যে ধরণের ফাইল ডিলিট করতে চান সিলেক্ট করে নিন। খেয়াল রাখবেন টেক্সট ম্যাসেজ (Text Messege) অপশনটি যেন সিলেক্ট করবেন না।

৫. সব শেষে এবার ক্লিয়ার (Clear) এ ক্লিক করুন তাহলেই আপনার কাজ শেষ।

site