নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী, যার হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ ‘টিপ টিপ বরসা পানি’ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তিনি হলেন রবিনা টন্ডন। কেরিয়ারের শুরু থেকেই লাগাতার হিট ছবি উপহার দিয়ে গেছেন রবিনা। একদিকে তার তুখোড় অভিনয় অন্যদিকে জমিয়ে প্রেম, সবমিলিয়ে তাকে নিয়েই সরগরম থাকতো পেজ-থ্রির পাতা।
মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু রবিনার তারপর একে একে ব্লকব্লাস্টার হয়েছে তার একাধিক ছবি। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি, আর প্রথম ছবি করেই তিনি জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
নব্বইয়ের দশকের রবিনার বৃষ্টিভেজা নাচে ঘুম ওড়েনি এমন যুবক বোধহয় বিরল। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। নতুন অভিনেত্রীদের সমারোহে ফের সেজে উঠেছে বি-টাউন। হিট হয়েছে অসংখ্য সিনেমা, মানুষের মুখে মুখে ফের জনপ্রিয় হয়ে উঠেছে এক ঝাঁক নতুন গান। তবু যেন ভাটা পড়েনি ৯০ এর দশকের সেই গানগুলোতে। আজও একইভাবে জনপ্রিয় সেসব গান।
সম্প্রতি ৯০ এর দশকের এমনই জনপ্রিয় ৭ টি গানের কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এভারগ্রিন অভিনেত্রী রবিনা টন্ডন। ভিডিও শেয়ার করতেই নস্টালজিক হয়ে পড়েন নেটবাসী। ‘টিপ টিপ বরসা পানি’, ‘আঁখিয়ো সে গোলি মারে’, ‘ডিস্কো মে যায়ে’র মত হিট গানগুলি একত্র করে ১ মিনিটের একটি ভিডিও নিমেষে ভাইরাল হয়ে নেটপাড়ায়। ক্যাপশানে অভিনেত্রী লেখেন, “আমার কিছু প্রিয় গান”। তার কথার সুর ধরে অনেকেই মন্তব্যে ভিডিওতে তাদের ও প্রিয় গানগুলি উল্লেখ করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান।।