বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, নিজের সাহসী ও অকপট কথাবার্তার জন্য বহুবারই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ কঙ্গনার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর জন্য মামলা দায়ের করেছে। সেই কারণে অভিনেত্রী আলোচনার সিরিজে আছেন। এবার তার টুইটার প্রোফাইলে কয়েকটি পোস্টের জন্য আবার সংবাদ মাধ্যম্যের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।
আসলে ইরোস এন্টারটেইনমেন্ট নবরাত্রি উপলক্ষে কিছু পোস্টার সার এ করেছিল। যার মধ্যে রণভীর সিং, ক্যাটরিনা কাইফ, সালমান খানের মত বলিউড সেলেব্রিটিদের ছবি ছিল। এই ছবি গুলির সাথে ডাবল মিনিং এর মত কিছু লাইন লেখা ছিল।সেই লাইন গুলি হিন্দুধর্মের বিশ্বাসের ক্ষতি করতে পারে বলে ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা রানাউত।
তিনি বলেন আমাদের উচিত সিনেমাতে দৃশ্যমান্যতা রক্ষা করা। শুধু মাত্র দর্শকদের একটা বড় অংশকে আকৃষ্ট করার জন্য সিনেমাতে যৌন সামগ্রী থাকা উচিত নয়। বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রী ডিজিটাইজেশনের জেরে বড় সংকটাপন্ন। এর পর কঙ্গনা বিস্ফোরক মন্তব্য করেন, তিনি বলেন সমস্ত ওটিটি স্ট্রিমিং প্লাটফর্ম গুলি এক একটি পর্ন হাব।
We must preserve cinema as a community viewing theatre experience,its more difficult to enthrall large section of audience than sexualise content for personal viewing, digitisation of art faces this major crisis, all streaming platforms are nothing but a porn hub. SHAME @ErosNow pic.twitter.com/qKHde2R4HI
— Kangana Ranaut (@KanganaTeam) October 22, 2020
কঙ্গনা একটি নয় বরং বেশ কয়েকটি টুইট করেছেন এই বিষয়ে। দ্বিতীয় টুইটে কঙ্গনা বলেন “অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম গুলিতে প্রায় সমস্ত বিষয়বস্তুই যৌন আকাঙ্খিত, তাতে অন্য কোনো বিষয় বস্তু খুঁজে পাওয়া কার্যত কঠিন। প্রতিটি কন্টেন্টই কোনো না কোনো ভাবে যৌন আকাঙ্খাকে উৎসাহিত করে। এটা একটা লজ্জাজনক বিষয়।
Even on international streaming platforms the nature of the content is sensational we need to manufacture overtly sexual, deeply gruesome brutal, violent content, essentially to arouse the viewer’s sexual appetite, very difficult to get any other content cleared by their teams.
— Kangana Ranaut (@KanganaTeam) October 22, 2020
অবশ্য এর জন্য কঙ্গনা স্ট্রিমিং প্লাটফর্মগুলিকে সম্পূর্ণ দোষ দেননি। কিছু মানুষ একান্তে ক্ষনিকের আনন্দ উপভোগ করার জন্য এগুলি দেখতেই পারে। তবে কানে হেডফোনে দিয়ে শুধু মাত্র এক দেখা আর পুরো পরিবারের সাথে একসাথে বসে দেখাটা আলাদা।
And it’s not streaming platforms fault when you wear headphones and watch content in your personal space all you need is instant gratification, it’s important to watch the movies with entire family, children, neighbors basically it must be a community experience ????
— Kangana Ranaut (@KanganaTeam) October 22, 2020
এই মন্তব্যের পর কঙ্গনার টুইট গুলো ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। আজ টুইটারে “বয়কট ইরোস নাও” ( #BoykottErosnow) ট্রেন্ডিং এ চলে আসে কিছুক্ষনের জন্য। ইরোস নাও নিজের টুইটের হ্যান্ডেল থেকে ওই বিতর্কিত পোস্ট গুলি মুছে ফেলে ও বদলে একটি বিবৃতি জারি করে। যাতে লেখা আছে “ইরোস নাও তে আমরা সংস্কৃতিগুলিকে শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমরা কখনোই কারোর অনুভূতিতে আঘাত করতে চাইনি। আমরা বিতর্কিত পোস্ট গুলি মুছে ফেলেছি, এবং ওই পোস্ট গুলির জন্য যদি কারোর অনুভূতিতে আঘাত লেগে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ”
— Eros Now (@ErosNow) October 22, 2020