বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ( Nora Fatehi ) এখন সকলের দিলবার গার্ল। নোরা নিজের বেলি ড্যান্সের জন্য বলিউডে বিখ্যাত। তবে অভিনেত্রী ও ভালো ড্যান্সারের পাশাপাশি নোরা একজন দারুন মডেল। তার ছবি গুলি পুরুষ মনে উষ্ণতা জাগানোর জন্য যথেষ্ট। সম্প্রতি দিলবার গানটি নোরাকে বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে তার বেলি ড্যান্স ও বলিউডে “স্ট্রিট ড্যান্সার ৩ (Street Damcer 3)”, “স্ত্রী (Stree)” এর মতো ছবিগুলিতে তার দারুন নাচের জন্য বিশাল জনপ্রিয়। “স্ট্রিট ড্যান্সার ৩” ছবিতে বরুন ধাওয়ানের সাথে নোরা ফাতেহির নাচ দর্শকদের কাছে দারুন জনপ্রিয়তা লাভ করেছে।
কানাডায় জন্ম অভিনেত্রীর, তারপর চলে যান মরক্কোতে সেখানেই বড় হয়ে ওঠেন। নাচ ও শিখেছিলেন সেখান থেকে। তবে বলিউডে এসে বিখ্যাত হবার আগে জীবনে করেছেন অনেক সংঘর্ষ। ড্যান্সার হবার আগে করেছেন বহু কাজ যেমন ওয়েট্রেস থেকে শপিং মলে কাজ করেছেন নোরা। এরপর আর্থিক অবস্থা কিছুটা স্বচ্ছল হতে তিনি সংস্থায় যোগ দেন, যেখান থেকে তিনি একটি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পান। সেই সূত্রেই নোরার ভারতে আগমন হয়েছিল।
প্রথম যখন ভারতে অসেন তখন সম্বল বলতে ছিল মাত্র ৫০০০ টাকা। এখানে এসে তিনি হিন্দি বলতে শেখেন। এরপর বিজ্ঞপনের পর হিন্দি শিখে তিনি একটি ড্যান্স শো তে আঙ্কারিং এর সুযোগ পান। এরপর থেকে আর কখনো ফায়ার তাকাতে হয়নি অভিনেত্রীকে। বলিউডে “কিক ২ (Kick 2) “, “বাহুবলীর ( Baahubali The Beginning)” মত ছবিতে কাজ পেতে শুরু করেন অভিনেত্রী। এরপর বিগ বস ৯ এ প্রতিযোগী হিসাবেও দেখা গিয়েছিল নোরা ফাতেহিকে।
এর পর বলিউড ছবিতে একটি গানের অফার পান সেই সময় অভিনেতা অঙ্গদ বেদির সাথে। অভিনেতা অঙ্গদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন নোরা, তখন নোরার বয়স ছিল মাত্র ২৬ বছর। কিন্তু অভিনেতা অঙ্গদ বেদি বিশ্বাসঘাতকতা করেছিল নোরার সাথে। লুকিয়ে বিয়ে করে নেন অঙ্গদ নেহা ধুপিয়াকে বিয়ে করে নেন। যেটা একটা বড় ধাক্কা ছিল নোরার জীবনে।
এই ঘটনার পর প্রায় ২ মাস মন খারাপ ছিল নোরা ফাতেহির। এর পর ধীরে ধীরে আবার নিজের কাজে মন দেন অভিনেত্রী। বর্তমানে তিনি বলিউডে প্রচুর খ্যাতি অর্জন করেচেন। সাথে বেড়েছে তার জনপ্রিয়তা।