• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকিং খবর: এবছরের দুর্গাপুজো নিয়ে ঐতিহাসিক রায় দিলো হাইকোর্ট, সমস্ত পুজো মন্ডপেই no entry

Updated on:

বাঙালির শ্রেষ্ঠ পুজো দূর্গা পূজো! তও আবার করোনা কালে, করোনা তো কি হয়েছে করোনার পাশাপাশিই হবে মাতৃবন্ধনা। তবে পুজোয় ভিড়ের আশংকা ও ভিড় থেকে করোনা সংক্রমণের আশংকা থেকেই যাচ্ছে। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। এবারপুজোর ভিড় নিয়ে হওয়া এই জনস্বার্থ মামলার রায় দিল হাইকোর্ট।

হাইকোর্টের মতে, “রাজ্যের সমস্ত ছোট ও বড় পুজো প্যান্ডেল হবে নো এন্ট্রি বাফার জোন, প্রতিটি প্যান্ডেলের আসে পাশে থাকবে ব্যারিকেড। ব্যারিকেড ঝোলানো থাকতে হবে নো এন্ট্রি বোর্ড। সাথে পূজা মণ্ডপের ভিতরেও ভিড় কমাতে হবে, সেক্ষেত্রে মণ্ডপে একসাথে ১৫ থেকে ২৫ জনের বেশি দর্শনার্থীর প্রবেশ নিষেধ”। এসবের পাশাপাশি বিচারপতির বেঞ্চ আরো জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক প্রচার চালাতে হবে যাতে মানুষ ভিড় এড়িয়ে চলে। পূজা মণ্ডপে কোনোমতেই বেশি ভিড় হতে দেওয়া যাবে না।

কিছুদিন আগেই খাস কলকাতার বুকে সাধারণ মানুষের প্রাক-পূজা কেনাকাটার ভিড়ের চিত্র দেখে আটকে উঠেছিলেন ডাক্তার থেকে বুদ্ধিজীবী সকলেই। করোনা কালে না আছে মাস্ক না আছে দূরত্ববিধি, একেবারে তিল ধরণের জায়গা টুকুও ছিল না। এরপর থেকেই ভিড় নিয়ে উদ্বিগ্ন প্রশাসন থেকে বুদ্ধিজীবী সকলেই। বিচারপতির বেঞ্চ এদিন জানান প্রয়োজনে ভার্চুয়াল কভারেজ করুন, মানুষ ভার্চুয়ালি দর্শন করুক দেবী দুর্গাকে। সাধারণ মানুষের স্বার্থেই প্রতিটি ছোট বড় প্যান্ডেলকে নো এন্ট্রি বাফার জোন করতে হবে।

এক্ষেত্রে ছোট পূজা প্যান্ডেলের ক্ষেত্রে ৫ মিটার ও বড় পূজা প্যান্ডেলের ক্ষেতের ১০ মিটার দূরত্ববিধি মানতে হবে। প্যান্ডেলের আশেপাশে ব্যারিকেড  বাধ্যতা মূলক তাতে নো এন্ট্রি বোর্ড থাকতে হবে। কমিটির লোকেদের একটি তালিকা তৈরী করতে হবে যারা মণ্ডপে প্রবেশ করবেন প্রয়োজনে। তালিকার বাইরের কেউ মণ্ডপে প্রবেশ করতে পারবেন না, ভিড় নিয়ন্ত্রণ করতে হবে প্যান্ডেলের অভ্যন্তরেও।

ইতিমধ্যেই রাজ্য সরকার দুর্গাপূজার জন্য ৫০০০০ টাকা অনুদানের ঘোষণা করেছে। যে ৩৪০০০ পূজা কমিটি এই অনুদানের জন্য আবেদন করেছে তাদেরক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। হাইকোর্টের মতে ৩ হাজার পূজা মণ্ডপ আছে বড় কলকাতায় আছে ৩০০০০ পুলিশ। কিন্তু একদিকে সাধারণ মানুষের সুরক্ষা অন্যদিকে তদন্তের কাজ সামলে এই ৩ হাজার পূজা মণ্ডপের ভিড় সামলানো পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই এবছর দর্শনার্থীশূন্য ঐতিহাসিক পূজার সিদ্ধান্তের দিকেই পা বাড়াল হাইকোর্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥