এবার গ্যাস বুকিং থেকে ডেলিভারি সবেতেই লাগবে ফোন। ডিজিটাল ইন্ডিয়ার দিকেই আরেক ধাপ এগোতে এবার গ্যাস ডেলিভারির ক্ষেত্রেও নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। রান্নার গ্যাস বিক্রিতে কারচুপি, চোরা চালান, কালোবাজারি রুখতে এই নয়া নিয়ম কার্যকরী হতে চলেছে আগামী মাস থেকেই।
সূত্রের খবর, পরের মাস থেকে গ্যাস এজেন্সিতে নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দেখাতে পারলে তবেই মিলবে গ্যাসের সিলিন্ডার। বিভিন্ন ক্ষেত্রেই এখন এই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ডের ব্যবহার দেখা যায়। ব্যঙ্ক, টিকিট বুক, পাসওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন জায়গাতে নিরাপত্তা আরও বাড়াতে ওটিপির ব্যবহার করা হয়। এই ওটিপি বা নির্দিষ্ট নম্বরটি নির্দিষ্ট মোবাইল নম্বরে মাত্র কিছু সময়ের জন্যই ভ্যালিড থাকে। এবার গ্যাস ডেলিভারির ক্ষেত্রেও ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।
আগামী পয়লা নভেম্বর থেকেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন তৈল সংস্থাগুলি এই ডিজিটালাইজেশনের কাজ শুরু করে দিয়েছে। প্রথমে দেশের ১০০ টি স্মার্ট সিটিতে এই নিয়ম কার্যকরী করা হবে যার মধ্যে রয়েছে কলকাতাও। এই নয়া ব্যবস্থায় জানা গিয়েছে, গ্রাহকরা ফোনের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক কলেই সঙ্গে সঙ্গে তাঁদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই গ্রাহকের বাড়িতে যখন সিলিন্ডার ডেলিভারি করা হবে তখন তাকে সেই কোড ওই সরবরাহকারীকে দিতে হবে। সঠিক ওটিপি দিতে পারলে তবেই মিলবে সিলিন্ডার। গ্যাস সংক্রান্ত নানান দুর্নীতি রুখতে এই পদ্ধতি কার্যকর হবে বলেই আশা করছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি।