বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে বেশ কয়েক মাস, এখনো চলছে তদন্ত। সুশান্তের মৃত্যু তদন্তের সাথে প্রকাশ্যে এসেছে বলিউডের ভেতরের কালো রহস্য। তাতে নাম জড়িয়েছে বহু তাবড় তাবড় সেলেব্রিটির। অনেকেই এবিষয়ে মুখ খুলেছেন একে একে, আবার অনেকে শুধুই দর্শকের ভূমিকায় থেকে গেছেন। অবশেষে সুশান্ত সিং রাজপুতের মুখ খুললেন মনোজ বাজপেয়ী।
বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী সুশান্তের সাথে সোনচিড়িয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি বাক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল। সেই সময় মনোজ ও সুশান্ত উভয়েরই অভিনয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। সেই সময়ের কথা স্মরণ করে মনোজ বাজপেয়ী মন্তব্য করেছেন সাথে সুশান্তের প্রতি নিজের মত করে শ্রদ্ধার জানানোর কথাও বলেছেন।
বিগত ১৪ই জুন সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে, তখন অভিনেতা মনোজ বাজপেয়ী সেভাবে সুশান্তকে নিয়ে কিছু বলেননি বা সুশান্তের প্রশংসা করতে পারেননি। তবে সংবাদ মাধ্যমকে দেওয়া তার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন সুশান্ত সত্যিই দারুন প্রতিভাবান ছিলেন ও সাথে খুব সুন্দর মনের মানুষ ছিলেন। এরপর তিনি বলেন কিভাবে সুশান্তের মৃত্যু কিভাবে সমস্ত পরিস্থিতি পাল্টে দেয়.যার সুযোগ কিছু মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে যেটা খুবই দুৰ্ভাগ্যজনক একটা বিষয়।
প্রথমে আমি যখন সুশান্তের মৃত্যুর খবর শুনি তখন আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। আমি প্রাথমিক ভাবে সুশান্তের সম্পর্কে কিছু কথা বলে থাকলেও পরে আমি বলা বন্ধ করে দি। পরিচালক শেখার কাপুর ও আমি আমাদের সাধ্যমত শ্রদ্ধাঞ্জলি দি সুশান্তকে। তিনি বলেন সমস্ত ঘটনা শোনার পর আমার সুশান্তের সমস্ত ভালো গুন্ গুলো মনে পড়তে থাকে। এর পর সব জিনিস কেমন যেন গোলমেলে হয়ে যেতে থাকে, তখন আমি এই গোলমালের থেকে দূরে চলে যাই। কারণ আমি এসবের মধ্যে পড়তে চাইনি।
সুশান্তের কথা বলতে গিয়ে অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত সুসান সত্যি একজন দারুন মানের অভিনেতা ছিলেন। খুব অল্প সময়েই সে অনেক নাম কামিয়ে ছিল, যেটা সকলে পারেনা।