মহামারীর কারণে প্রায় ৭ মাসের উপর বন্ধ ছিল সমস্ত সিনেমা হল। দেশের পাশাপাশি বাংলাদেশেও ছিল একই চিত্র। এখনও কার্যত ধুঁকছে দেশ বিদেশের সিনে পাড়া। ধীরে ধীরে ফের চেনা ছন্দে ফিরছে পৃথিবী। অবশেষে সরকারি অনুমতি নিয়েই সমস্ত স্বাস্থ্য মেনে শর্ত সাপেক্ষে খুলতে চলেছে বাংলাদেশের সিনেমা হল। তবে করোনা পরিস্থিতিতে ঢাকার দর্শকদের বিশেষ চাহিদা না থাকায় প্রথম দুদিন ফাঁকাই থেকেছে প্রেক্ষাগৃহ।
এই পরিস্থিতিতেই বাংলাদেশের সিনেমা হল খুলতেই মুক্তি পেয়েছে হিরো আলমের ছবি ‘সাহসী হিরো আলম’। কিন্তু শুরুতেই হিরো আলমের ছবিকে ঠিক মেনে নিতে পারছেন না সেদেশের দর্শক। এটা দেশের চলচ্চিত্র জগতের কাছে একটি বড় সঙ্কট বলেই মনে করছেন ওয়াকিবহালমহলের একাংশ।
এদিন মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম ‘সাহসী হিরো আলম’। তবে তার সিনেমা নিয়ে বিশেষ উচ্ছ্বাস দেখাননি কেউই। প্রথম দুদিন মাছিই মেড়েছে হল কর্তৃপক্ষ। আলমের এই সিনেমায় তিনি একজন সাহসী নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। মানুষের নানান বিপদে আপদে নিজেকে উজাড় করে ঝাঁপিয়ে পড়েন তিনি। ছবিতে হিরো আলমের সাহসিকতার প্রদর্শন ছাড়াও রয়েছে নায়িকাদের গ্ল্যামারের ছটা। নাচে গানে ভরপুর এই ছবির ট্রেলার ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রায় ১৫ লক্ষ মানুষ।