• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুব শীঘ্রই এই যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন সোনাক্ষী, নাম জানলে চমকে যেতে পারেন !

Published on:

বলিউডের অভিনেতা অভিনেত্রীরা এখন সর্বদাই চর্চার বিষয়। কেউ জড়াচ্ছেন বিতর্কে তো কেউ মাতৃত্বের কারণে আসছেন শিরোনামে, কেউ আবার জানাচ্ছেন  বিয়ের খবর। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বলিউডে বেশ চর্চিত। শত্রূঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী প্রথম ছবি “দাবাং (Dabang)” দিয়ে বলিউডে পা রাখেন। সেখানে সোনাক্ষী চুলবুল পান্ডের অর্থাৎ সালমন খানের স্ত্রী হিসাবে অভিনয় করেন। সালমান ও সোনাক্ষীর এই জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে।

এই মুহূর্তে অভিনেত্রী কোনো ছবিতে কাজ করছেন এমন খবর নেই, তবে সোনাক্ষী  সিনহা কিন্তু সম্প্রতি চর্চ্চার বিষয় হয়ে উঠেছেন। কারণ, সোনাক্ষী দীর্ঘদিন ধরেন জাহির ইকবালের সাথে ডেটিং করছেন। জাহির ইকবাল হলেন একজন বলিউড অভিনেতা যিনি “দি নোটবুক (The Notebook)” ছবিতে আত্মপ্রকাশ করেছেন বলিউডে। যেমনটা জানা যাচ্ছে এই অভিনেতার সাথেই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সোনাক্ষী ও জাহির দীর্ঘদিন ঘরে একে ওপরের সাথে ডেটিং করছেন। সাথে সোনাক্ষী প্রায়শই বলছেন যে তিনি হয়তো খুব শীঘ্রই বিবাহিত হতে চলেছেন। তবে জানা র বিষয় হল এই  যে  সোনাক্ষী সিনহা হিন্দু ধর্মাবলম্বী ও জাহির ইকবাল হলেন মুসলিম ধর্মাবলম্বী। এই কারণে বর্তমানে সোনাক্ষী সিনহার চর্চার বিষয় হয়ে  দাঁড়িয়েছেন বলিউডে।

যদিও অভিনেত্রী সোনাক্ষী নিজের হবু বরের সম্মন্ধে কিছু জানাননি, তবে সকলেই এখন তার বরের খোঁজে লেগে পড়েছে। সোনাক্ষীর বোন এই খোঁজে খানিকটা সাহায্য করেছেন, তিনি বলেছেন সোনাক্ষীর হবু স্বামী একজন বড় শিল্পপতি। যার শুধুমাত্র ভারতেই নয় বরং ভারতের বাইরেও বহু দেশে ব্যবসা রয়েছে। এখন  অপেক্ষা অভিনেত্রীর নিজের মুখ থেকে শোনার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥