কোথায় আছে মানুষের চাহিদার শেষ নেই। বর্তমান সমাজে তার প্রতিচ্ছবি আমরা প্রতিনিয়তই দেখতে পাই। এমনকি আমাদের সমাজে যে বিবাহ একবারই ঘটে সেই রীতির সময়ের সাথে বদলে গেছে। লোকে আগে বলত বিয়ে হল জন্ম জন্মান্তরের বন্ধন, কিন্তু এখন আর তা নেই। এখন অনেকেই দিব্যি দ্বিতীয় বা তৃতীয় বিয়েও সেরে নিচ্ছেন অনায়াসেই।
এবার আসা যাক বলিউড অভিনেত্রীদের প্রসঙ্গে, বলিউডে বাক্স অফিস রেকর্ড ভাঙার খবর তো শুনেছেন কিন্তু বিয়ের রেকর্ড ভাঙা শুনেছেন কখনো! আজ্ঞে হ্যাঁ , বলিউডে কিছু অভিনেত্রী আছেন যারা একের পর এক বিয়ে করে রেকর্ড গড়েছেন বিয়ে করার। আর এই অভিনেত্রীদের সংখ্যাটা নেহাত কম নয়, এবার ৫ এমন অভিনেত্রীদের সাথে আপনার পরিচয় করাবো যারা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। অভিনেত্রীদের এই তালিকা দেখে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন।
১. বিন্দিয়া গোস্বামী (Bindiya Goswami)
প্রথমেই বলা যাক অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীর কথা, যিনি বেশ পরিচিত বলিউড অভিনেত্রী তার সৌন্দর্যের প্রেমিক কম ছিল না। তিনি ২টি বিয়ে করেছিলেন, প্রথমটি করেছিলেন বিনোদ মেহরার সাথে যা বেশি দিন স্থায়ী হয়নি। এরপর তিনি জ্যোতি প্রকাশকে বিয়ে করেন।
২. নীলাম কোঠারি (Neelam Kothari)
৯০ এর দশকের এই সুন্দরী অভিনেত্রী নীলাম কোঠারি বলিউডের বেশ বিখ্যাত অভিনেত্রী। তিনিও তার জীবনে ২টি বিয়ে করেছিলেন, প্রাথমিক ব্যবসায়ীকে ও পরে অভিনেতা সমীর সোনিকে। প্রথম বিয়ের পর অভিনেত্রীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাই সেই বিয়ে টেকেনি বেশি দিন। এরপর তিনি অভিনেতা সমীর সোনিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
৩. যোগিতা বলি (Yogita Bali)
এবার আশা যাক বলিউডের অন্যতম অভিনেত্রী যোগিতা বলির কথায়, ইনিও ২টি বিয়ে করেছিলেন প্রথম বিয়ে করেছিলেন বিখ্যাত গায়ক কিশোর কুমারকে। পরে তিনি বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন।
৪. নীলিমা আজিম (Neelima Azeem)
এই অভিনেত্রী ২টি নয় আরো একটি বেশি অর্থাৎ ৩ টি বিয়ে করেছিলেন। প্রথমে তিনি পঙ্কজ কাপুরকে বিয়ে করেন যা বেশিদিন থাকেনি, এর পর তিনি রাজেশ খাট্টারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দুৰ্ভাগ্যবশত সেই বিয়েও টেকেনি বেশি দিন, এরপর তিনি তৃতীয় বার বিয়ে করেন উস্মাদ রাজা আলী খানকে।
৫. জেবা বখতিয়ার (Zeba Bakhtiar)
আজকের লোকেরা জেবা বখতিয়ারকে কমই চেনে তবে জেবা বখতিয়ার অভিনেতা সলমন খানের সাথেও কাজ করেছেন। জেবা বখতিয়ার আসলে একজন পাকিস্তানি অভিনেত্রী, তবে এর থেকেও অবাক বিষয় হল জেবা বখতিয়ার এই তালিকাতে সবচেয়ে বেশি বার বিয়ে করেছেন।২ বার নয় ৩ বার নয় তিনি বিয়ে করেছেন মোট ৪ বার। হ্যাঁ ঠিকই দেখেছেন তিনি জীবনে ৪ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথমে আদনান স্বামী, এরপর জাভেদ জাফরী সাথে বিয়ে করেন। এরপর তৃতীয়বারে সালমান ভালিয়ানির সাথে বিয়ে করেন ও শেষে সোহেল খানের সাথে বিবাহ করেন।