• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতে আইনি বৈধতা দেওয়া উচিত গাঞ্জা সেবনে। মন্তব্য রণভীরের

Published on:

বলিউডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই যেন হৈচৈ শুরু হয়ে গেছে। বিশেষত বলিউডে মাদকচক্রের খোঁজ পাবার পর থেকে যেন বির্তক থামার নামই নেই। এমন সময় অভিনেতা রণভীর শোরে (Ranvir Shorey) করলেন বিতর্কিত মন্তব্য। যার জেরে বিতর্ক আবারও তুঙ্গে।

সম্প্রতি রণভীর শোরের একটি “হাই” (High) নামক ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে। যেখানে  ড্রাগ সিন্ডিকেটের মাফিয়াদের  দেখানো হয়েছে।এরপর একটি সাক্ষাৎকারেই তিনি বলেন “আমি বিশ্বাস করি যে ভারতে গাঁজা বৈধ ঘোষণা করা উচিত। গাঁজা নিষিদ্ধকরণ আইন দেশে প্রচলিত থাকলেও বহু দেশেই গাঁজা বৈধ ঘোষিত হয়েছে।”

বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের যেখানে এনসিবি (NCB) জেরার জন্য ডাকছে। সেখানে অভিনেতা রণভীর শোরে বললেন বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু বলিউডের পার্টিই না অন্যান্য অনেক পার্টিতেই মাদকের রমরমা এখনো চলছে বলে মন্তব্য করেন রণভীর।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের আগে গাঁজা ভারতে বৈধ ছিল। আয়ুর্বেদের মতে এটি আনন্দদায়ক ও সুখের উৎস। হোলি মহাশিবরাত্রিতে গাঁজা সেবন করা হত। কিন্তু, ১৯৮৫ সালে গাঁজা ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়। এবার সেই আইনের পুনর্বিবেচনা করে গাঁজাকে ভারতে বৈধ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করলেন অভিনেতা রণভীর শোরে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥