ভাইরাল ভিডিওতো রোজই দেখছেন প্রচুর, কিন্তু খুব কমই এরম ভিডিও দেখা যায় যা সত্যি অবাক করে তোলে সাথে প্রশ্ন জাগিয়ে তোলে মনে এ কি করে সম্ভব! এবার এইরকমই এক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেখতে হয়তো আপনিও চিন্তায় পরে যাবেন। কি ভাবে সম্ভব হল এই কান্ড?
সাপে ভয় পান নিশ্চই।কেনই বা পাবেননা বলুনতো, একবার কামড়ে দিলে যে আর রক্ষে নেই। আর সাপেদের মধ্যে সবচেয়ে বড় ও ভয়ংকর সাপ বলতেই আগে আসে পাইথনের নাম। এক ৮ বছরের ইসরায়েলি মেয়ের একটু ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়াতে, যা আপনাকে সত্যি সত্যি অবাক করে দেবে। কারণ বাচ্চা মেয়েটির পোষ্য যে একটা আস্ত পাইথন। হ্যাঁ ঠিকই শুনেছেন একটা আস্ত পাইথন, তাও আবার ১১ ফুটের।
ভাবতেই কেমন হচ্ছে তাইনা! ভিডিওতে কিন্তু দিব্ব্যি দেখা যাচ্ছে ছোট্ট মেয়েটি খেলা করছে পাইথনটির সাথে। আসলে ছোট বেলায় সাপটি পেয়েছিলেন ইনবার, সেই থেকেই সাপটি তার পোষ্য। ডিজনি এর একটি পপুলার ছবি “বিউটি এন্ড দা বিস্টের (Beauty and the Beast) ” থেকে সাপটির নাম রাখা হয়েছে “বেলে “।
রয়টার্সের মতে, ছোট্ট মেয়েটি থাকে ইসরায়েলের একটি অভয়ারণ্যে মা বাবার সঙ্গে। সেখানে সারাটা সময় বিভিন্ন পশুপাখির মাঝেই ঘেরা থাকে সে। আর বর্তমানে লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় দুজনে আগের থেকে আরো অনেক বেশি সময় কাটাচ্ছেন একসাথে। ইনবার মতে, “এটা আমাকে সময় কাটাতে বেশ সাহায্য করে, আর তাছাড়া আমি সাপেদের সাথে থাকতে পছন্দ করি। লকডাউনে আমি ওদের সাথে অনেকটা সময় কাটাতে পারছি। “
An eight-year-old Israeli girl’s favorite swimming buddy is her 11-foot yellow pet python called Belle https://t.co/XEsjdPQGam pic.twitter.com/V2IUna7T2F
— Reuters (@Reuters) October 8, 2020
অবাক করে দেবার মত এই ভিডিওটি দেখে অনেকেই স্তম্ভিত, অনেকে আবার করেছেন মন্তব্য। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ১ লক্ষ বার দেখা হয়েছে। নিচে কিছু মন্তব্য রইল আপনাদের দেখার জন্য :
Pythons are not to be kept as pet. They are wild just let them live in their condition. Please do not make wild animals pet. The cats and dogs which were kept as pet are facing many problems in the world. Now please do not make these innocents face the same.
— Tanu (@Tanu60833559) October 9, 2020
Very scared to see the video. Pythons are unreliable as pets. Please get red of it immediately.
— Chhandita Bhattacharya (@India5Chhandita) October 9, 2020
Pretty sure I wouldn't be able to keep from fainting if I saw that python in the same water around me. Good for her, though.
— Diane L. Knuckles (@dknuckles) October 8, 2020