সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের প্রায় এক মাস পর বম্ব হাইকোর্ট থেকে জামিন পেলেন রিয়া চক্রবর্তী।
সুশান্তের মৃত্যু মামলার সঙ্গে জড়িত আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে রিয়ার মাদকযোগের বিষয়টি উঠে আসে ইডির হাতে। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনে সাড়া দিয়ে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলার তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর তৃতীয় দিন জেরার সময়, গত ৮ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী। আগেই গ্রেপ্তার হয়েছিলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী।
আজ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে রিয়াকে জামিন প্রদান করেন বিচারপতি। এই মামলায় ৫ অভিযুক্তের মধ্যে রিয়া সহ জামিন পেলেন স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ শাওন। কিন্তু রিয়ার ভাই সৌভিকের জামিন খারিজ করে দেয় আদালত।
গতকালই রিয়া ও শৌভিক ছাড়াও ওই মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হওয়া বাকি ১৮ জনের হেফাজতে থাকার মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল আদালত। কিন্তু আজ সকালের শুনানিতেই রিয়াকে শর্তসাপেক্ষ মুক্তি দেয় বোম্বে হাইকোর্ট।