ড্রাগ কান্ড নিয়ে কার্যত উত্তাল বলিউড। ইতিমধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তে নাম জড়িয়েছে তাবড়-তাবড় বলিউড তারকার। উঠে এসেছে ২০১৯-শে করণ জোহরের বাড়িতে স্যাটার্ডে নাইট পার্টি প্রসঙ্গ৷ যেখানে অনেক অভিনেতাকেই রীতিমতো নেশায় ডুবে থাকতে দেখা গিয়েছিল। সেই ভিডিও নিয়েই চলছিল তদন্ত।
এবার সেই পার্টির ভাইরাল ভিডিওটির ফরেনসিক রিপোর্ট এসে গিয়েছে এনসিবির হাতে। ফলে আজ ভিডিওটির সত্যতা নিয়ে আর কোনও প্রশ্ন ওঠার অবকাশ রইল না বলেই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। যা নিয়েই নতুন চাঞ্চল্য গোটা দেশ জুড়ে। খুব দ্রুত ওই ভিডিওর সূত্র ধরেই আগামী তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে এনসিবি প্রধান রাকেশ অস্থানা। এদিকে আর আগে এই পার্টির কথা তুলে সরব হতে দেখা দিয়েছিল বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রামওয়াতকেও। যদিও সেই সময় এই বিষয়ে মুখ খুলতে চাননি করণ। উল্টে ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দেন।
এদিকে ওই বিতর্কিত পার্টিতে দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, ভিকি কৌশল, জোয়া আখতার, শাহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বহু তারকাই ছিলেন বলেও জানা যাচ্ছে। সেদিন তারা প্রকাশ্যেই মাদক সেবন করেন বলেও জানা যায়। এদিকে এই ঘটনার রেশ ধরে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদও।
करन जौहर बॉलीवुड के ड्रग कार्टेल का किंग पिन है; वो ख़ुद को क़ानून से ऊपर समझता था
वह मुझे और न्यूज़ चैनलों को लीगल एक्शन लेने की धमकी दे रहा था… लीगल एक्शन तो होगा और करण जौहर पर होगा अब!
Get ready for #CoffewithNCB @karanjohar pic.twitter.com/i34Ds6QZ7q
— Manjinder Singh Sirsa (@mssirsa) September 27, 2020
ইতিমধ্যেই করণকে বলিউডের ড্রাগ চক্রের ‘মূল পান্ডা’ বলে তোপ দাগতে দেখা যায় পাঞ্জাবের শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিংকে। এদিকে তিনিই প্রথম এই ‘ড্রাগ পার্টির’ ভিডিওর কথা জানান এনসিবির তদন্তকারী আধিকারিকদের। তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন করণ জোহার।