প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল হয়। কিছু আনন্দ দেয় কিছু আবার ভিডিও ভাবতে বাধ্য করে তো কিছু অবাক করে দে। এমনি ভিডিওর ভিড়ে আজ একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনি হয়ত আঁতকে উঠবেন।আপনার গায়ে হয়তো কাঁটা দেবে।
অল্প একটুর জন্য সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল এক খুদে। ছোট্ট ওই শিশুটি একটি চলন্ত মালগাড়ির নিচে চলে আসে। যদিও শেষমেশ মালগাড়ির লোকোপাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে যায় শিশুটি। আঁতকে ওঠার মত এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
নাভাল কান্ত সিনহা নামক একটি টুইটের একাউন্টে এই ভিডিওটি শেয়ার হয়েছে। তিনি ভিডিওটি শেয়ারের সময় বলেছেন, ছোট্ট শিশুটির সাথে আরো একটি একটু বড় শিশু শিশুটিকে নিয়ে রেল লাইনের ধরে নিয়ে আসে। যেমনটা জানা যাচ্ছে ভিডিওটি হরিয়ানার বল্লভগড় নামক জায়গার। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট্ট একটি শিশু মালগাড়ির ইঞ্জিনের নিচে চাকার মাঝে আটকে পড়েছে। কিন্তু প্রশ্ন হল শিশুটি কিভাবে ওই মালগাড়ির ইঞ্জিনের নিচে এল।
ये वीडियो देखकर ही रोंगटे खड़े हो गए। वायरल वीडियो आगरा-वल्लभगढ़ रुट का बताया जा रहा है। कुछ लोगों ने शरारत में छोटे से बच्चे को रेलवे ट्रैक पर लाकर खड़ा कर दिया। लेकिन ट्रेन पायलट की सूझबूझ से बचा हादसा… बच्चा इंजन में फंस गया था…#viralvideo@Uppolice please check… pic.twitter.com/lKrkg2xfnu
— Naval Kant Sinha | नवल कान्त सिन्हा (@navalkant) September 23, 2020
শিশুটির কপাল খুবই ভালো ছিল,কারণ বল্লভগড় স্টেশন থেকে ছাড়ার পর মালগাড়িটির গতিবেগ খুবই কম ছিল। যার জেরে লোকোপাইলট শিশুটিকে দেখতে পেয়ে ট্রেনের ইঞ্জিন থামাতে পেরেছিল। যার জেরে শিশুটি ট্রেনের নিচে চলে এলেও শিশুটির কোন রকম ক্ষতি হয়নি। শিশুটিকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন লোকোপাইলট।
ভিডিওটিতে একমহিলাকে দৌড়ে আসতে দেখা গেছে যদিও তিনি ওই শিশুর মা নন। শিশুটি কিভাবে রেল লাইনের ধরে এল জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি তা জানেন না। শিশুটি কি তার কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শিশুটি তার নয়। এর পর শিশুটি কে উদ্ধার করেন ওই লোকোপাইলট।