প্রযুক্তিতে চিরকালই জাপানের জুড়ি মেলা ভার। টেকনোলজির স্বর্গ এই দেশের নিত্য নতুন আবিষ্কার দেখলে প্রায়শই চোখ কপালে ওঠার জোগাড় হয়। সম্প্রতি, জাপানের এক দানবাকার রোবট নিয়ে হইচই পড়ে গেছে নেট পাড়ায়। ৬০ ফুট উঁচু প্রায় ৩ তলা বাড়ির সমান এই ২৫ টন ওজনের রোবট অবলীলায় হেঁটে বেড়াচ্ছে জাপানের রাস্তায়।
এই রোবটটি তৈরি হয়েছে জাপানের ইয়াকোহামার গুন্ডাম কারখানায়। দৈত্যাকার এই রোবট হল ‘গুন্ডাম’ নামের একটি অ্যানিমেটেড চরিত্রের রেপ্লিকা। এই অ্যানিমেটেড সিরিজটি ৭০ এর দশকে সম্প্রচারিত হত। এবার কল্পনাকে যেন সরাসরি বাস্তবের মাটিতে নামিয়ে এনেছে জাপানের প্রকৌশল।
Life-sized Gundam in Yokohama is now in testing mode.pic.twitter.com/51HVoraPb7
— Catsuka (@catsuka) September 21, 2020
এমন বিশালাকার রোবটকে চলাফেরা করে বেড়াতে দেখে কার্যত তাজ্জব বনে গেছে নেটনাগরিকরা। এমনকি এই রোবট হাঁটু মুড়ে বসা থেকে উঠে দাঁড়ানো সবই পারে। ইতিমধ্যেই প্রায় ৩ মিলিয়ন নেটজনতা দেখে ফেলেছেন এই ভিডিওটি। অনেকের কাছেই এই রোবট যেন রূপকথার মতো।
জে নামের এক টুইটার ব্যাবহারকারীর মন্তব্য,” এই রোবট, ২০২০ এর অন্যতম সেরা জিনিস”