রোজই কত শত ভিডিও ভাইরাল হয় নেট পাড়ায়। তারমধ্যে কিছু মজারচ্ছলে উড়িয়ে দিলেও কিছু ভিডিও বেশ কিছুটা শিখিয়ে দিয়ে যায় আমাদের। সম্প্রতি এমনই এক ভাইরাল ভিডিওতে এক মহিলা নিজের হাতে কাঠবেড়ালিকে কলা খাওয়ানোর মধ্যে দিয়ে একটি সুন্দর বার্তা ছড়িয়ে দেন। তার মতে ‘দয়াই পরম ধর্ম, দয়া ব্যতীত জীবনের কোনোও অর্থ নেই।
Be kind to all creatures
This is the true religion.The Buddha pic.twitter.com/Cv6OkZ2eeG
— Susanta Nanda (@susantananda3) September 20, 2020
১৭ সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সামনে কলা ধরতেই ছোট্ট কাঠবেড়ালি মহানন্দে তা খেতে থাকে। এক হাতে কলা ধরার ভঙ্গিমা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কাঠবেড়ালি বেজায় খুশি। ভিডিওর ক্যাপশানে সুশান্ত বাবু ভগবান বুদ্ধের একটি উদ্ধৃতি জুড়ে দিয়ে লেখেন “সমস্ত প্রাণীদের প্রতি সদয় হোন। এটাই ধর্ম।”
ভিডিওটি নিমেষে দেখে ফেলেছেন প্রায় ২০ হাজারের কাছাকাছি মানুষ। প্রায় ২২০০ মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন এবং ৩০০ জন শেয়ার করেছেন। নেট বাসিরা মহিলার মহৎ কাজের প্রশংসায় পঞ্চমুখ। উঠে এসেছে নানান মন্তব্য। কেউ লিখেছেন ‘খুব সত্যি বলেছেন’, কেউ বা লিখেছেন ‘দারুণ কাজ’।