• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতি মিনিটে মুকেশ আম্বানির আয় ২৩০০০০০ টাকা, এনার মোট সম্পত্তি কয়েকটি দেশের জিডিপিকেও হার মানায়।

Updated on:

মুকেশ আম্বানি কে কেনা চেনে? বিশেষত জিও (JIO) আসার পর। দেশের প্রায় সমস্ত স্মার্টফোন ইউসার এনার কাছে কৃতজ্ঞ। বিনামূল্যে ইন্টারনেট দিয়ে ইনিই বিরাট পরিবর্তন এনেছেন মোবাইল পরিষেবায়। তবে ফ্রি ইন্টারনেট পরিষেবা দিলেও ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তির খাতায় নাম আছে মুকেশ আম্বানির।

এবছর করোনার ফলে বহু মানুষ যখন সর্বশান্ত তখন ইনি যায়  করেছেন ৩৫,৩৩,২৮,৭২,০০,০০০ টাকা। আয়টা পড়তে গেলে একবার দম নিয়ে হয়, কি তাই না? কিন্তু সত্যিই করোনা কালে মুকেশ আম্বানির ভারতীয় মুদ্রায় আয় এটা। ডলারের সাপেক্ষে হিসাব করলে প্রায় ৪৮ বিলিয়ন ডলার।

 

এর থেকেই বোঝা যায় সময়ের দাম কত! আমার আপনার কাছে হয়তো ১  সেকেন্ড কিছুই না। তবে এই ১ সেকেন্ডে যে অনেকের বছরের আয়েরও বেশি যায় করছেন তিনি। আসুন ভারতের অন্যতম ধোনি ব্যবসায়ী মুকেশ আম্বানির সম্মন্ধে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক।

বিগত এক দশকে মুকেশ আম্বানি নিজের সম্পত্তি প্রায় ৩ গুন করেছেন। যেখানে ২০১০ সালে তার মোট সম্পত্তির পরিমান ছিল ২৭ বিলিয়ন ডলার,সেখানে বর্তমানে তার মোট সম্পত্তি ৮০ বিলিয়ন ডলার। যার মধ্যে গত ৫ মাস অর্থাৎ করোনাকালেই আয় করেছেন ৪৮ বিলিয়ন।

ভারতের সবচাইতে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। কিন্তু ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তির থেকে কতটা ধনী আম্বানি? ভারতের দ্বিতীয়  ধনী ব্যক্তি রাধা কিষান ধামানির তুলনায় প্রায় ৪ গুন ধনী মুকেশ আম্বানি। ধমনীর মোট সম্পত্তি ১৭.৮ বিলিয়ন ডলার, সেখানে আমাদের আম্বানি বাবুর মোট সম্পত্তি ৮০ বিলিয়ন ডলার।

মুকেশ আম্বানির থাকার বাড়ির নাম “এন্টালিয়া”। যেটা পৃথিবীর সেরা বাড়ি গুলির মধ্যে অন্যতম। বাড়িটি তৈরী করতে খরচ হয়েছে ৭০০০ কোটি টাকা। অনেকের সারা জীবনের সঞ্চয় ও ওই টাকার কাছে নস্যি।

সারাবছর কাজ করে সঞ্চয়ের চেষ্টা কে না করে। তবে মুকেশ আম্বানি এদিক থেকে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। শুধুমাত্র ২০১৯ সালেই মুকেশের সম্পত্তির পরিমান বেড়েছে ১২,০৪৫ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন ৩৩ কোটি টাকা যা আমাদের কল্পনার বাইরে।

 

সম্প্রতি দেশের জিডিপি সম্পর্কে অনেকেই অবগত হয়েছেন। এই জিডিপি দিয়ে দেশের সম্পত্তির পরিমাপ করা হয়। মুকেশ আম্বানির সম্পদ কিছু দেশের জিডিপির তুলনায়ও বেশি। আফগানিস্তান,বসনিয়া, বতসোয়ানার মত দেশের জিডিপি আম্বানির সম্পত্তির থেকে কম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥