• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক দশকেরও বেশি বাংলার ‘দিদি নং ১’! কত রোজগার করেন রচনা ব্যানার্জী? জানলে অবাক হবেন

‘দিদি নং ১’ নামটা সকলের কাছেই খুব চেনা। হবে নাই বা কেন, প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেই জি বাংলার পর্দায় হাজির হন রচনা ব্যানার্জী। বিগত একদশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন এই রিয়েলিটি শো। আজও সকলে দিদি নং ১ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। কিন্তু জানেন কি সঞ্চালনার জয় কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী রচনা ব্যানার্জী?

বাংলা থেকে বলিউড এমনকি উড়িয়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন রচনা

একসময় বাংলা ছবির জগতে ব্যাপক জনপ্রিয় ছিলেন রচনা ব্যানার্জী। অবশ্য এর আগে উড়িয়া ইন্ডাস্ট্রি তথা বলউডেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল থেকে অভিষেক চ্যাটার্জীর মত তারকাদের সাথে ছবিও করেছেন রচনা। বলিউডে ‘সূর্যবংশম’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

   

‘দিদি নং ১’ এর সঞ্চালনায় ১০ বছর রচনা ব্যানার্জী

সিনেমার জগৎ থেকেই ২০১২ সালে টেলিভিশনের জগতে চলে আসেন রচনা ব্যানার্জী। সেবছরই প্রথম ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালিকা হিসাবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই দিন থেকে আজও স্বমহিমায় সঞ্চালনা করছেন তিনিই। তাকে ছাড়া এই শো একপ্রকার অসম্পূর্ণ এমনটাই মত দর্শকদের।

রচনা ব্যানার্জীর শাড়ির ব্যবসা 

সঞ্চালনার পাশাপাশি নিজের একটি শাড়ির ব্র্যান্ডও খুলেছেন অভিনেত্রী। ছোট থেকে বড় সবার জন্যই দুর্দান্ত সমস্ত শাড়ি ও কসমেটিক্স বিক্রি করেন অনলাইনের মাধ্যমে। মাঝে মধ্যেই তাকে ফেসবুক লাইভ আসতে দেখা যায়।

‘দিদি নং ১’ এর প্রতি পর্বের জন্য কত টাকা নেন রচনা?

যেকোনো  শো দশ বছর চলাটাই একটা বড় প্রাপ্তি। সেখানে দিদি নং ১ এর সঞ্চালিকা হিসাবে নিজেকে সকলের চোখে সেরা করে তুলছেন রচনা। অভিনেত্রীর এমন সফলতা সত্যিই প্রশংসনীয়। যদিও সঠিকভাবে কতটাকা পান সেটা জানা যায়নি। তবে গুগলে সার্চ করলেই আন্দাজ পাওয়া যায়। জানা যাচ্ছে প্রায় ১-২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন রচনা ব্যানার্জী প্রতি পর্বের জন্য।

site