• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পারি পাগলিকেও ছাপিয়ে গিয়েছে! ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা আঢ্য

জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায় এবং মানালি দে-কে। পরাগ-শিমুলরূপে ইতিমধ্যেই দর্শকমন জয় করে ফেলেছেন তাঁরা। তবে নায়ক-নায়িকা ছাড়াও ‘পুতুল’ (Putul) চরিত্রটিও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, পুতুল হল নায়িকা শিমুলের ননদ। বিশেষভাবে সক্ষম হলেও পুতুল জানে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। সেই জন্য সর্বদা শিমুলের পাশে দাঁড়ায় সে। হাবাগোবা এই চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন টেলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)

   

Aparajita Adhya on Kar Kache Koi Moner Kotha Putul actress Sritama Bhattacharjee

তবে যদি শুধু প্রশংসা বলা হয় তাহলে হয়তো একটু ভুল হবে। কারণ প্রশংসার পাশাপাশি অনেকে শ্রীতমার সমালোচনাও করেছেন। বহু দর্শক পুতুল চরিত্রটির সঙ্গে ‘জল নূপুর’ ধারাবাহিকের পারি (Pari) চরিত্রটির মিল খুলে পেয়েছেন। যে ভূমিকায় দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)

পুতুলের সঙ্গে পারি চরিত্রের মিল খুঁজে পেতেই নানান রকম মন্তব্য করতে শুরু করেন দর্শকরা। কেউ বলেছেন, সবাই পারি হতে পারে না, পারি একজনই হয়। কারোর আবার মত, অপরাজিতার ধারেকাছেও ঘেঁষতে পারছেন না শ্রীতমা।

Aparajita Adhya and Sritama Bhattacharjee

এবার খোদ অপরাজিতাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেন তিনি বলেন, ‘আমার কানে এরকম কোনও কথা আসেনি। তবে পারি যদি নকল করার চেষ্টা করাও হয় তাহলে ক্ষতি কী? আমি যা করেছি, ও তা করবে না। ও নিজের মতো করেই করবে। ও ভীষণ বুদ্ধিমতী, যা করবে নিজের বুদ্ধি দিয়েই করবে। আর যা হবে সেটা ভালোই হবে’।

প্রসঙ্গত, দর্শকরা যতই অপরাজিতা-শ্রীতমার অভিনয়ের তুলনা করুন না কেন, বাস্তব জীবনে দুই অভিনেত্রীর সম্পর্ক বেশ ভালো। স্টার জলসার ‘মা’ সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। অনস্ক্রিন ‘মণি মা’র সঙ্গে শ্রীতমার সুসম্পর্ক যে এখনও বজায় রয়েছে তা বেশ বোঝা যায়।

site