সিনেমা হোক বা সিরিয়াল, গোয়েন্দা কাহিনীর প্রতি বাঙালির দুর্বলতা বরাবরের। রহস্যে-রোমাঞ্চে ভরা ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকটি তাই খুব অল্প সময়ের মধ্যে স্থান করে নেয় দর্শকমনে। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালি ছেড়ে গোয়েন্দা কাহিনী নিয়ে শুরু হয়েছে এই মেগা। বন্ধুক হাতে জ্যাস সান্যালের অ্যাকশন ভীষণ পছন্দ দর্শকদের।
জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস একজন অফিসার। দুষ্টের দমন শিষ্টের পালন করতে সর্বদা সচেষ্ট থাকে সে। প্রতিনিয়তই তার কাছে কোনও না কোনও কেস আসে। যা সমাধান করতে কোমর বেঁধে নেমে পড়তে হয় তাকে। আর জ্যাসের এই কাজে সর্বদা ছায়াসঙ্গীর মতো থাকে তার স্বামী স্বয়ম্ভূ (Swayambhu)।
এই মুহূর্তে যেমন মল্লিকা রায়ের (Mallika Roy) কেস সামলাচ্ছে জ্যাস। নাচের অনুষ্ঠান চলাকালীন আচমকাই কেউ মল্লিকাদেবীকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় এখন সে হাসপাতালে ভর্তি। এদিকে হন্যে হয়ে অপরাধীকে খুঁজে বেরাচ্ছে জ্যাস (Jass Sanyal)। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের হাইভোল্টেজ প্রোমো (Promo)।
আরও পড়ুনঃ পুরোনোরা ধুয়ে সাফ! জ্যাস-দীপাকে একহাত নিল ফুলকি, ঝটপট দেখুন তোলপাড় করা TRP তালিকা
সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘জগদ্ধাত্রী’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছে মল্লিকাদেবী। তার অবস্থা দেখে চিকিৎসক বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ওনার অস্ত্রোপচার করতে হবে। তবে আমি কথা দিতে পারছি না উনি আর কোনোদিন নাচতে পারবেন কিনা। চিকিৎসকের মুখ থেকে একথা শোনামাত্রই চিৎকার করে ওঠে মল্লিকাদেবী।
এরপর দেখা যায়, নৃত্যশিল্পীর বেশে থাকা একজন ব্যক্তি বলে ওঠেন, ও আর নাচতে পারবে না, অভিশাপ, এবার মরবে। সেই ব্যক্তির কথা সম্পূর্ণ হওয়ার আগেই নৃত্যশিল্পীর বেশে সেখানে প্রবেশ করে জ্যাস। তা দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করে, কে আপনি? তখন তার মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের পরিচয় ফাঁস করে জ্যাস।
আরও পড়ুনঃ চরম স্বার্থপর! বদনাম হতেই নীলের মুখে ঝামা ঘষে দিল মেঘের বাবা, ফাঁস ধুন্ধুমার পর্ব
আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর টেলিভিশনের পর্দায় ‘জগদ্ধাত্রী’র এই দুই দুর্ধর্ষ পর্ব দেখতে পাবেন দর্শকরা। মল্লিকাদেবীর ওপর আসলে কে গুলি চালিয়েছিল তা ফাঁস হবে এই দুই পর্বে। স্বাভাবিকভাবেই হাইভোল্টেজ এই প্রোমো দেখে দর্শকদের উত্তেজনা বেশ বেড়ে গিয়েছে। তবে কেউ কেউ আবার খানিক হতাশও হয়েছেন।
বহুদিন হয়ে গেল স্বয়ম্ভূর কোনও অ্যাকশন দৃশ্য না দেখে নিরাশ হয়েছেন অনেক দর্শক। একজন যেমন লিখেছেন, ‘দিনদিন ফালতু হচ্ছে। শুধু নায়িকা গুরুত্বপূর্ণ হলেই হয় না। নায়কও সমগুরুত্বপূর্ণ হতে হয়। স্বয়ম্ভূকে কত ভালোলাগে। সবাই কত মন্তব্য করেছেন স্বয়ম্ভূর অ্যাকশন দেখানোর জন্য। সেসব কিছুই নেই, একঘেয়ে কাহিনী যতসব। স্বয়ম্ভূর অ্যাকশন থাকলে কত উন্মাদনা থাকে সেটা গণেশ চতুর্থীর পর্ব দেখলেই বোঝা যায়’।