চলতি বছর জি বাংলার (Zee Bangla) একাধিক জনপ্রিয় ধারাবাহিকের (Bengali Serial) সফর শেষ হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘সোহাগ জল’ (Sohag Jol)। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা। সেই সঙ্গেই দেখা মিলেছিল সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্যের মতো খ্যাতনামা কলাকুশলীদের। চোখধাঁধানো কাস্টিং হলেও, শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল ‘সোহাগ জল’র সফর।
জি বাংলা এই সিরিয়ালে ‘জুঁই’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। অপরদিকে হানি বাফানাকে (Honey Bafna) দেখা গিয়েছিল জুঁইয়ের স্বামী শুভ্রর চরিত্রে। তাদের জীবনের ওঠাপড়া ঘিরেই আবর্তিত হতো সিরিয়ালের কাহিনী। ‘সোহাগ জল’র কাহিনী লিখেছিলেন প্রিয়াঙ্কা শেঠ এবং ধারাবাহিকটি প্রযোজনা করেছিল বাংলা টকিজ প্রোডাকশন কোম্পানি।
‘সোহাগ জল’ সিরিয়াল এর কাস্ট (Sohag Jol Serial Cast)
সিরিয়ালের নাম | সোহাগ জল |
সম্প্রচারকারী চ্যানেল | জি বাংলা |
প্রধান নায়ক | হানি বাফনা |
প্রধান নায়িকা | শ্বেতা ভট্টাচার্য |
প্রধান খলনায়িকা | সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় |
সম্প্রচার শুরুর দিনক্ষণ | ২৮ নভেম্বর ২০২২ |
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ | ২ জুলাই ২০২৩ |
মোট পর্ব | ১৮৩ |
‘সোহাগ জল’ সিরিয়াল এর কাস্টিং (Sohag Jol Serial Casting)
জি বাংলার এই চর্চিত ধারাবাহিকের কোন চরিত্রে অভিনিয় করেছিলেন অভিনেতা-অভিনেত্রীরা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
শুভ্র চট্টোপাধ্যায় চরিত্রে হানি বাফনা (Honey Bafna as Subhro Chatterjee)
‘সোহাগ জল’র নায়ক শুভ্রর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা। শুরুতে শুভ্র তার স্ত্রী জুঁইকে ভালোবাসতো না। দু’জনের মধ্যে ছিল প্রচুর দূরত্ব। যদিও পরবর্তীকালে জুঁইকে ভালোবেসে ফেলেছিল সে।
জুঁই পাল চৌধুরী চরিত্রে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya as Jui Paul Chowdhury)
শুভ্রর স্ত্রী জুঁইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য। বিয়ের পর থেকে স্বামী-সংসার ঘিরেই আবর্তিত হতো জুঁইয়ের জীবন। নিজের চরিত্রগুণে অল্প সময়ের মধ্যেই স্বামীর মন জয় করে নিয়েছিল সে।
বেণী চট্টোপাধ্যায় চরিত্রে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee as Beni Chatterjee)
শুভ্রর বেণী বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। জুঁই আর শুভ্রকে আলাদা করার জন্য কম চক্রান্ত করেনি সে।
অঙ্কিতা চরিত্রে শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee as Ankita)
‘সোহাগ জল’ ধারাবাহিকে অঙ্কিতার ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীতমা ভট্টাচার্যকে।
জয়শঙ্কর পাল চৌধুরী চরিত্রে দেবাঞ্জন চট্টোপাধ্যায় (Debanjan Chatterjee as Joyshankar Paul Chowdhury)
জি বাংলার এই ধারাবাহিকে জয়শঙ্কর চরিত্রে অভিনয় করেছিলেন দেবাঞ্জন চট্টোপাধ্যায়।
শিখা পাল চৌধুরী চরিত্রে নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Bandyopadhyay as Shikha Paul Chowdhury)
‘সোহাগ জল’ ধারাবাহিকে শিখা চরিত্রে অভিনয় করেছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়।
মৌবনী চট্টোপাধ্যায় চরিত্রে অস্মিতা মুখার্জি (Ashmita Mukherjee as Moubani Chatterjee)
মৌবনীর ভূমিকায় অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী অস্মিতা মুখার্জি।
অস্মিতা চট্টোপাধ্যায় চরিত্রে অস্মি ঘোষ (Asmee Ghosh as Ashmita Chatterjee)
জনপ্রিয় টেলি অভিনেত্রী অস্মি ঘোষকে দেখা গিয়েছিল অস্মিতার চরিত্রে।
শঙ্খজিৎ চট্টোপাধ্যায় চরিত্রে অর্ণব চৌধুরী (Arnab Chowdhury as Shankhajit Chatterjee)
‘সোহাগ জল’ সিরিয়ালে শঙ্খজিৎ চরিত্রে অভিনয় করেছিলেন অর্ণব চৌধুরী।
জীবনব্রত চট্টোপাধ্যায় চরিত্রে অরিজিৎ গুহ (Arijit Guha as Jibanbrata Chatterjee)
জীবনব্রত চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেতা অরিজিৎ গুহ।
লিপিকা চট্টোপাধ্যায় চরিত্রে লোপামুদ্রা সিনহা (Lopamudra Sinha as Lipika Chatterjee)
জনপ্রিয় টেলি অভিনেত্রী লোপামুদ্রা সিনহাকে দেখা গিয়েছিল লিপিকা চট্টোপাধ্যায় চরিত্রে।
দেবাংশু চট্টোপাধ্যায় চরিত্রে অনিমেষ ভাদুরি (Animesh Bhaduri as Debangshu Chatterjee)
দেবাংশুর ভূমিকায় অভিনয় করেছিলেন অনিমেষ ভাদুরি।
মৃন্ময়ী চট্টোপাধ্যায়ের চরিত্রে পুষ্পিতা মুখার্জি (Pushpita Mukherjee as Mrinmoyee Chatterjee)
মৃণ্ময়ী চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা গিয়েছিল পুষ্পিতা মুখার্জিকে।
প্রিয়াংশু চট্টোপাধ্যায় চরিত্রে সপ্তর্ষি রায় (Saptarshi Roy as Priyangshu Chatterjee)
জনপ্রিয় টেলি অভিনেতা সপ্তর্ষি রায়কে দেখা গিয়েছিল প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের ভূমিকায়।
সাম্য চট্টোপাধ্যায় চরিত্রে ইন্দ্রজিৎ মজুমদার (Indrajit Majumder as Samya Chatterjee)
‘সোহাগ জল’ ধারাবাহিকে সাম্যর ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ মজুমদার।
OTT-তে কোথায় দেখবেন ‘সোহাগ জল’?
জি বাংলার বাকি সকল সিরিয়ালের মতো ‘সোহাগ জল’র প্রত্যেকটি পর্ব জি ফাইভ অ্যাপে আছে।